Ajker Patrika

ভাঙা কালভার্টে জনদুর্ভোগ

শিপুল ইসলাম, তারাগঞ্জ
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ১২
ভাঙা কালভার্টে জনদুর্ভোগ

তারাগঞ্জে বুড়িরহাট-চিলাপাক বাজার সড়কের কালভার্টের প্রতিরক্ষা দেয়াল ভেঙে দুর্ভোগে পড়েছে পাঁচ গ্রামের সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ কালভার্টে গাড়ি না ওঠায় কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারছেন না।

তিন কিলোমিটার দীর্ঘ বুড়িরহাট-চিলাপাক সড়কটি সয়ার ইউনিয়নকে তারাগঞ্জ সদরের সঙ্গে যুক্ত করেছে। সড়কের দোলাপাড়া মাঠে নির্মিত কালভার্টটির দুদিকের প্রতিরক্ষা দেয়াল গত বছরের আগস্ট মাসের বন্যায় ভেঙে যায়। ফাটল দেখা দেয় অন্যান্য স্থানে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে সয়ার ইউনিয়নের দক্ষিণ অংশের পাঁচটি গ্রামের মানুষ যাতায়াত করেন। রাস্তার দোলাপাড়ার মাঠে ২০ বছর আগে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে এলজিইডি একটি কালভার্ট নির্মাণ করে।

এখন কালভার্টটি সংস্কার না করায় দোলাপাড়া, বড় দোলাপাড়া, চিলাপাক, নদীরপাড় ও বৈদ্যনাথপুর গ্রামের ৫ হাজারের বেশি মানুষকে আর্থিক ক্ষতির পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ট্রাক, মাইক্রোবাস ও রিকশা-ভ্যান অতিরিক্ত দুই কিলোমিটার বেশি পথ ঘুরে চলাচল করছে।

দোলাপাড়া গ্রামের মুরাদ হোসেন বলেন, ‘এক বছর থাকি কালভার্টখান এটে ভাঙি পড়ি আছে। তাও একনা কায়ও ঠিক করোছে না। ভাঙা কালভার্ট দিয়া গাড়ি চলোছে না। এতে হামরা ফসল দুই কিলোমিটার রাস্তা বেশি ঘুরি হাট বাজার ধরি যাওছি। হামার খরচ বাড়োছে।’

কথা হয় চিলাপাক গ্রামের বাবুল হোসেনের সঙ্গে। তিনি ভাঙা কালভার্টটি দেখিয়ে বলেন, ‘এই রাস্তাটা দিয়া তারাগঞ্জ শহর যাইতে সময় কম লাগে। কিন্তুক পুলখান ভাঙা। এখানোত উঠতেও ভয় নাগে। কখন ভাঙি পড়ে। চেয়ারম্যান মেম্বারোক কছি তাও ঠিক করোছে না। এইবার ভোট বিলি জোন আইসে। তারপরে হইবে কথা।’

ভাঙা কালভার্টের ছবি তোলা দেখে এগিয়ে আসেন বড় দোলাপাড়া গ্রামের মিজানুর রহমান। তিনি জানান, এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি তাঁকেই ভোট দেবেন যিনি এই কালভার্ট ঠিক করে দেবেন।

এ বিষয়ে সয়ার ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন আজম বলেন, ‘এই কালভার্ট পেরিয়ে পাঁচটি গ্রামের ৫ হাজার মানুষ মোটরসাইকেল, ভ্যান, ভটভটি, ট্রলি ও মাইক্রোবাস নিয়ে চলাচল করেন। এটি ভাঙা থাকার বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’

উপজেলা প্রকৌশলী হায়দার জামান বলেন, ‘বিষয়টি জানা আছে। বরাদ্দ পেলে ওই স্থানে নতুন কালভার্ট তৈরি করে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত