Ajker Patrika

ভুয়া আদেশ পাঠিয়ে বেতন তোলার চেষ্টা, থানায় জিডি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৫: ২৩
ভুয়া আদেশ পাঠিয়ে বেতন তোলার চেষ্টা, থানায় জিডি

ডাকঘরের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আদেশ পাঠিয়ে বেতন হাতিয়ে নেওয়ার চেষ্টা করায় হাইস্কুলের সাবেক এক শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চবিদ্যালয়ে। গত ২ এপ্রিল দোয়ারাবাজার থানায় জিডি করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের ফিরোজ আহমদ ও নাটোরের লালপুর উপজেলার বরবড়িয়া গ্রামের রেজাউল করিম হাজী কনু মিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁরা ভুয়া সনদ দিয়ে চাকরিতে যোগদান করেন এবং দীর্ঘদিন চাকরি করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তে তাঁদের সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় বেতন-ভাতা স্থগিত করা হয় এবং ২০২১ সালের ৩ মার্চ তাঁদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

এ বছরের ৯ মার্চ ডাকঘরের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক সংবলিত একটি আদেশ আসে। এতে হাজী কনু মিয়া উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রেজাউল করিমের বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়। পরে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে এই আদেশও ভুয়া প্রমাণিত হয়।

হাজী কনু মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিজ আলী বলেন, ‘মামলা বিচারাধীন অবস্থায় পোস্ট অফিসের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি আদেশ আসে। সন্দেহ হওয়ায় আমি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে যোগাযোগ করি। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সোনামনি চাকমা আমাদের নিশ্চিত করেন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো আদেশ পাঠানো হয়নি। আদেশে যে স্মারক নম্বর উল্লেখ করা হয়েছে তা ভুয়া। এটা একধরনের প্রতারণা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমি থানায় জিডি করি।’

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, হাজী কনু মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় জিডি করেছেন। জিডিটি নথিভুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত