Ajker Patrika

ঘিওরে স্বতন্ত্র ৪, নৌকা ৩

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১৭
ঘিওরে স্বতন্ত্র ৪, নৌকা ৩

মানিকগঞ্জের ঘিওরে চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। ৭টি ইউপিতে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানেরা হলেন, বানিয়াজুরী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এস আর আনসারী বিল্টু (চশমা), নালী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস মধু (নৌকা), সিংজুরী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আবু মো. আসাদুর রহমান মিঠু (মোটরসাইকেল), পয়লা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ (নৌকা), বালিয়াখোড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল খান (মোটরসাইকেল), ঘিওর সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম টুটুল (আনারস) এবং বড়টিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সামছুল আলম রওশন (নৌকা)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ ফেরদৌসী বেগম বলেন, উপজেলার ৭টি ইউপির জন্য চেয়ারম্যান পদে ৩৬ জন, ২৬৫ জন সাধারণ সদস্য এবং ৮০ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেন। ঘিওরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪৬২ জন। ৬৫টি কেন্দ্রে ৩ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৮৮ জন পোলিং কর্মকর্তা, ৬৫ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৩৪৪ জন সহ প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত