আজকের পত্রিকা ডেস্ক
ঢাকাসহ আশপাশের পাঁচ জেলায় ভোট হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে এই ভোট শুরু হয়। নির্বাচনে মানিকগঞ্জ ও গাজীপুরে ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে আগেই বিনা ভোটে চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। এ কারণে অনেকটা নিরুত্তাপ ছিল ভোটের মাঠ। তবে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা: ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড সদস্য পদে মো. শাহজাহান মোল্লা নির্বাচিত হয়েছেন। জেলার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে সদস্য পদে দোহার থেকে শাহজাহান মোল্লা ছাড়াও দেলোয়ার হোসাইন ও আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলায় ২১১ ভোটের মধ্যে মো. শাহজাহান মোল্লা ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকার সাভার উপজেলা মিলে গঠিত ঢাকা জেলা পরিষদের ৪ নম্বর সাধারণ ওয়ার্ড। মোট ২৪৫ জন ভোটারের মধ্যে ১২১ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন এনামুল হক মুন্সী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনি ভুইয়া পেয়েছেন ৮২ ভোট। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে লক্ষাধিক টাকায় একেকটি ভোট কেনার অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী। গতকাল বেলা ৩টার দিকে সাভারের আমিনবাজারে মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীদের কাছে এই অভিযোগ তুলে ধরেন মামুনি ভুইয়া।
ঢাকা জেলা পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে ১২০ ভোট পেয়ে বেসরকারিভাবে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হক সুজন।
নারায়ণগঞ্জ: কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন হয়েছে। ভোটে জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদের লড়াইয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উভয়েই ১৫টি করে ভোট পেয়েছেন। আজ মঙ্গলবার লটারির মাধ্যমে তাঁদের মধ্যে বিজয়ী নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা আক্তার।
এদিকে ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুম আহমেদ ৯৭ ভোটে জয় পেয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল ৮৩ ভোটে জয়ী হয়েছেন।
এদিকে ১ নম্বর সংরক্ষিত সদস্য পদে ১২৬ ভোটে জয় পেয়েছেন সাদিয়া আফরিন। এ ছাড়া ২ নম্বর সংরক্ষিত সদস্য পদে ২০৬ ভোটে জয় নিশ্চিত করেন রূপগঞ্জের মহিলা আওয়ামী লীগ নেত্রী শিলা রানী পাল।
গাজীপুর: গাজীপুরে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদের ভোট হয়েছে। নির্বাচনের ৫টি কেন্দ্রে মোট ৬৩৬ জন ভোটারের মধ্যে ৬২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিকেলে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান।
নির্বাচনে দুটি সংরক্ষিত নারী সদস্য পদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মাহমুদা ইয়াসমিন ও ২ নম্বর ওয়ার্ডে উম্মে কুলসুম শিল্পী নির্বাচিত হয়েছেন।
এদিকে ৫টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দেলোয়ার হোসেন, আমিনুর রহমান, আনিছুর রহমান আরিফ ও আবদুস ছালাম নির্বাচিত হয়েছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ফলাফল ঘোষণার সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন পারভিন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানত হোসেন খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলায় সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে জেলায় ভোটার ছিলেন ৮৮৯ জন। মানিকগঞ্জে সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও ৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ড ঘিওর উপজেলায় ভোটার সংখ্যা ৯৪। ভোটে সাধারণ সদস্য পদে মো. মাহবুবুর রহমান জনি টিউবওয়েল প্রতীকে ৬৮ ভোটে জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন মুসা পেয়েছেন ২৫ ভোট।
এদিকে দৌলতপুর উপজেলার ৮টি ইউপি জেলা পরিষদের ১ নাম্বার ওয়ার্ড গঠিত। এতে মোট ভোটার ১০৭ জন। এখানে সাধারন সদস্য প্রার্থী পদে প্রভাষক শফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে নাজমা আক্তার ৫৬ ভোটে জয় পেয়েছেন।
এদিকে জেলার শিবালয় উপজেলায় সাধারণ সদস্য পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস পুনরায় জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৪৭ ভোট। তাঁর নিটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক হোসেন ৪৫ ভোট পান।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ৬টি উপজেলায় ইভিএমে ভোট হয়েছে। এতে সাধারণ সদস্য পদে ২০ জন প্রার্থী ও সংরক্ষিত ২টি নারী সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ বেলা আড়াইটায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে ১ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ লস্কর, ৩ নম্বর ওয়ার্ডে মো. সিরাজুল ইসলাম মৃধা, ৪ নম্বর ওয়ার্ডে মো. আতিকুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে মো. আক্তারুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডে মো. সাইদুর রহমান নির্বাচিত হন। ভোটে শ্রীনগর উপজেলায় ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাহবুব উল্লাহ কিসমত।
এদিকে সংরক্ষিত নারী সদস্য ১ হেলেনা ইয়াছমিন ও সদস্য ২ মোরশেদা বেগম লিপি (বই)। এ ছাড়া, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মা. মহিউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৯২২ জন। তাঁরা ২টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নের জনপ্রতিনিধি।
ঢাকাসহ আশপাশের পাঁচ জেলায় ভোট হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে এই ভোট শুরু হয়। নির্বাচনে মানিকগঞ্জ ও গাজীপুরে ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে আগেই বিনা ভোটে চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। এ কারণে অনেকটা নিরুত্তাপ ছিল ভোটের মাঠ। তবে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা: ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড সদস্য পদে মো. শাহজাহান মোল্লা নির্বাচিত হয়েছেন। জেলার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে সদস্য পদে দোহার থেকে শাহজাহান মোল্লা ছাড়াও দেলোয়ার হোসাইন ও আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলায় ২১১ ভোটের মধ্যে মো. শাহজাহান মোল্লা ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকার সাভার উপজেলা মিলে গঠিত ঢাকা জেলা পরিষদের ৪ নম্বর সাধারণ ওয়ার্ড। মোট ২৪৫ জন ভোটারের মধ্যে ১২১ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন এনামুল হক মুন্সী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনি ভুইয়া পেয়েছেন ৮২ ভোট। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে লক্ষাধিক টাকায় একেকটি ভোট কেনার অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী। গতকাল বেলা ৩টার দিকে সাভারের আমিনবাজারে মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীদের কাছে এই অভিযোগ তুলে ধরেন মামুনি ভুইয়া।
ঢাকা জেলা পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে ১২০ ভোট পেয়ে বেসরকারিভাবে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হক সুজন।
নারায়ণগঞ্জ: কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন হয়েছে। ভোটে জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদের লড়াইয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উভয়েই ১৫টি করে ভোট পেয়েছেন। আজ মঙ্গলবার লটারির মাধ্যমে তাঁদের মধ্যে বিজয়ী নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা আক্তার।
এদিকে ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুম আহমেদ ৯৭ ভোটে জয় পেয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল ৮৩ ভোটে জয়ী হয়েছেন।
এদিকে ১ নম্বর সংরক্ষিত সদস্য পদে ১২৬ ভোটে জয় পেয়েছেন সাদিয়া আফরিন। এ ছাড়া ২ নম্বর সংরক্ষিত সদস্য পদে ২০৬ ভোটে জয় নিশ্চিত করেন রূপগঞ্জের মহিলা আওয়ামী লীগ নেত্রী শিলা রানী পাল।
গাজীপুর: গাজীপুরে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদের ভোট হয়েছে। নির্বাচনের ৫টি কেন্দ্রে মোট ৬৩৬ জন ভোটারের মধ্যে ৬২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিকেলে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান।
নির্বাচনে দুটি সংরক্ষিত নারী সদস্য পদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মাহমুদা ইয়াসমিন ও ২ নম্বর ওয়ার্ডে উম্মে কুলসুম শিল্পী নির্বাচিত হয়েছেন।
এদিকে ৫টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দেলোয়ার হোসেন, আমিনুর রহমান, আনিছুর রহমান আরিফ ও আবদুস ছালাম নির্বাচিত হয়েছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ফলাফল ঘোষণার সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন পারভিন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানত হোসেন খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলায় সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে জেলায় ভোটার ছিলেন ৮৮৯ জন। মানিকগঞ্জে সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও ৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ড ঘিওর উপজেলায় ভোটার সংখ্যা ৯৪। ভোটে সাধারণ সদস্য পদে মো. মাহবুবুর রহমান জনি টিউবওয়েল প্রতীকে ৬৮ ভোটে জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন মুসা পেয়েছেন ২৫ ভোট।
এদিকে দৌলতপুর উপজেলার ৮টি ইউপি জেলা পরিষদের ১ নাম্বার ওয়ার্ড গঠিত। এতে মোট ভোটার ১০৭ জন। এখানে সাধারন সদস্য প্রার্থী পদে প্রভাষক শফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে নাজমা আক্তার ৫৬ ভোটে জয় পেয়েছেন।
এদিকে জেলার শিবালয় উপজেলায় সাধারণ সদস্য পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস পুনরায় জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৪৭ ভোট। তাঁর নিটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক হোসেন ৪৫ ভোট পান।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ৬টি উপজেলায় ইভিএমে ভোট হয়েছে। এতে সাধারণ সদস্য পদে ২০ জন প্রার্থী ও সংরক্ষিত ২টি নারী সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ বেলা আড়াইটায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে ১ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ লস্কর, ৩ নম্বর ওয়ার্ডে মো. সিরাজুল ইসলাম মৃধা, ৪ নম্বর ওয়ার্ডে মো. আতিকুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে মো. আক্তারুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডে মো. সাইদুর রহমান নির্বাচিত হন। ভোটে শ্রীনগর উপজেলায় ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাহবুব উল্লাহ কিসমত।
এদিকে সংরক্ষিত নারী সদস্য ১ হেলেনা ইয়াছমিন ও সদস্য ২ মোরশেদা বেগম লিপি (বই)। এ ছাড়া, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মা. মহিউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৯২২ জন। তাঁরা ২টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নের জনপ্রতিনিধি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪