Ajker Patrika

সংস্কারের অভাবে বেহাল চাটখিল অডিটরিয়াম

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৪: ২৪
সংস্কারের অভাবে বেহাল চাটখিল অডিটরিয়াম

নোয়াখালীর চাটখিল অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারটি বেহাল। নোয়াখালী জেলা পরিষদ ২০০৮ সালে ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করে। এরপর এটি আর সংস্কার হয়নি। বর্তমানে অডিটরিয়ামটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা জানান, নির্মাণের পর থেকে সংস্কার না করায় বর্তমানে সামান্য বৃষ্টি হলেই ভেতরে পানি চলে আসে। তাতে মেঝের কার্পেটিং উঠে যাচ্ছে। অচল হয়ে আছে সিলিং ফ্যানগুলো। ভেতরের কোনো টয়লেটই ব্যবহারের উপযোগী নেই। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে।

স্থানীয়রা জানান, যে উদ্দেশ্যে অডিটরিয়ামটি নির্মাণ করা হয়েছে, সেভাবে এটি ব্যবহার করা যাচ্ছে না। কোনো সভা-সমাবেশ কিংবা সামাজিক অনুষ্ঠান করা যায় না। জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষায় এখনই অডিটরিয়ামটি সংস্কার করা জরুরি।

জেলা পরিষদ থেকে অডিটরিয়ামের লিজ গ্রহীতা হারুন অর রশিদ বলেন, গত বছরের ১০ আগস্ট তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের বরাবর লিখিত আবেদন করেন অডিটরিয়ামটি সংস্কারের জন্য। ওই আবেদনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সাংসদ এইচ এম ইব্রাহীম সংস্কারের জন্য সুপারিশ করেছেন।

নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. জাফর উল্যাহ গত বছরই অডিটরিয়ামটির দুরবস্থা ও স্থানীয় সাংসদের সুপারিশ পাওয়ার কথা স্বীকার করে এর সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম বলেন, জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে অডিটরিয়ামটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত