Ajker Patrika

আ.লীগের বিদ্রোহী বাবু চেয়ারম্যান নির্বাচিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৪: ০১
আ.লীগের বিদ্রোহী বাবু চেয়ারম্যান নির্বাচিত

শান্তিপূর্ণভাবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ইউনিয়ন পরিষদের ৫৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

এদিকে নির্বাচনে আল তানভীর আশরাফী চৌধুরী বাবুর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এম এ বারী আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৮৭ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৭৪ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু সালেহ লাঙল প্রতীকে পেয়েছেন ২০০ ভোট। তবে উপজেলায় মোট ভোট পড়েছে ২২ দশমিক ২৬ শতাংশ।

উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৬৯ হাজার ২২৬ জন। তাঁদের মধ্যে ৮৫ হাজার ৬৮১ জন পুরুষ ভোটার এবং ৮৩ হাজার ৫৪৫ জন নারী ভোটার রয়েছেন।

প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটার লক্ষ করা গেলেও নারী ভোটারের অনুপস্থিত ছিল চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার ছিল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত