কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ভাসানচরে রোহিঙ্গাদের মধ্যে মানবিক কার্যক্রম চালাতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে গতকাল শনিবার সমঝোতা সই হয়েছে। রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতায় নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে জাতিসংঘ ও বাংলাদেশ। সেই সঙ্গে ভাসানচরে রোহিঙ্গাদের জীবন-জীবিকার সুযোগ করা হচ্ছে।
গতকাল সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন ও বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও সমঝোতায় সই করেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান প্রধান অতিথি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, জাতিসংঘের সংস্থাগুলো কক্সবাজারের মতো ভাসানচরেও মানবিক সহায়তা পরিচালনা করবে। বেসামরিক প্রশাসনের তত্ত্বাবধানে এখানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। সরকার ও ইউএনএইচসিআরের যৌথ উদ্যোগে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি, সুপেয় পানি, পয়োনিষ্কাশন, চিকিৎসা, মিয়ানমার পাঠ্যক্রম ও ভাষায় রোহিঙ্গাদের অনানুষ্ঠানিক শিক্ষা এবং জীবিকায়নের ব্যবস্থা করা হবে। সরকার ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা, কর্মরত জাতিসংঘ ও এর সহযোগী সংস্থা এবং দেশীয় ও আন্তর্জাতিক এনজিও কর্মীদের নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করবে। এ ছাড়া, ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের কারণে আশপাশের এলাকা ও জনগণের ওপর যে প্রভাব পড়বে, তা নিরসনে জাতিসংঘের সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে ঢাকায় ইউএনএইচসিআর প্রধান বলেন, বাংলাদেশ এ বিষয়ে নীতিগতভাবে সম্মত। তবে এর পদ্ধতিটা ঠিক করতে হবে।
নাম না প্রকাশ করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘চলাচলের স্বাধীনতা না দিলে ইউএন চার্টার অনুযায়ী আমরা সেখানে কোনোভাবেই কাজ করতে যেতে পারতাম না। এ বিষয়ে দুপক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। তবে জরুরি প্রয়োজন, পরিবারের পুনর্মিলন, ডাক্তার দেখানো বা হাসপাতালে নেওয়া—এ ধরনের প্রয়োজনে রোহিঙ্গারা ভাসানচর-কক্সবাজার চলাচল করতে পারবে।’
রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘ভাসানচর যেহেতু দ্বীপ, ফলে এখানে নিরাপত্তা দেওয়ার সুবিধা রয়েছে। এখানে আরও ২০০ আনসার সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। কক্সবাজারে সাম্প্রতিক ঘটনার কারণে সেখানকার বিষয়টি আমাদের পর্যবেক্ষণে রয়েছে।’
ভাসানচরে রোহিঙ্গারা খাবার পাচ্ছে না, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পর থেকে সেখানে বাংলাদেশি ৩৪টি এনজিও কাজ করছে। এ সময়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় খাদ্য, বস্ত্র, চিকিৎসা বা ওষুধের ঘাটতি দেখা যায়নি।
গত বছরের ৩ ডিসেম্বর থেকে গত ৪ এপ্রিল পর্যন্ত ৪ হাজার ৭২৪ পরিবারের ১৮ হাজার ৮৪৬ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে স্থানান্তর করা হয়। আগামী জানুয়ারির মধ্যে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে সেখানে নেওয়া হবে। রোহিঙ্গাদের বসবাসের জন্য ভাসানচরে ১ হাজার ৪৪০টি আশ্রয়গৃহ ও ১২০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
ভাসানচরে রোহিঙ্গাদের মধ্যে মানবিক কার্যক্রম চালাতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে গতকাল শনিবার সমঝোতা সই হয়েছে। রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতায় নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে জাতিসংঘ ও বাংলাদেশ। সেই সঙ্গে ভাসানচরে রোহিঙ্গাদের জীবন-জীবিকার সুযোগ করা হচ্ছে।
গতকাল সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন ও বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও সমঝোতায় সই করেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান প্রধান অতিথি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, জাতিসংঘের সংস্থাগুলো কক্সবাজারের মতো ভাসানচরেও মানবিক সহায়তা পরিচালনা করবে। বেসামরিক প্রশাসনের তত্ত্বাবধানে এখানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। সরকার ও ইউএনএইচসিআরের যৌথ উদ্যোগে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি, সুপেয় পানি, পয়োনিষ্কাশন, চিকিৎসা, মিয়ানমার পাঠ্যক্রম ও ভাষায় রোহিঙ্গাদের অনানুষ্ঠানিক শিক্ষা এবং জীবিকায়নের ব্যবস্থা করা হবে। সরকার ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা, কর্মরত জাতিসংঘ ও এর সহযোগী সংস্থা এবং দেশীয় ও আন্তর্জাতিক এনজিও কর্মীদের নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করবে। এ ছাড়া, ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের কারণে আশপাশের এলাকা ও জনগণের ওপর যে প্রভাব পড়বে, তা নিরসনে জাতিসংঘের সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে ঢাকায় ইউএনএইচসিআর প্রধান বলেন, বাংলাদেশ এ বিষয়ে নীতিগতভাবে সম্মত। তবে এর পদ্ধতিটা ঠিক করতে হবে।
নাম না প্রকাশ করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘চলাচলের স্বাধীনতা না দিলে ইউএন চার্টার অনুযায়ী আমরা সেখানে কোনোভাবেই কাজ করতে যেতে পারতাম না। এ বিষয়ে দুপক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। তবে জরুরি প্রয়োজন, পরিবারের পুনর্মিলন, ডাক্তার দেখানো বা হাসপাতালে নেওয়া—এ ধরনের প্রয়োজনে রোহিঙ্গারা ভাসানচর-কক্সবাজার চলাচল করতে পারবে।’
রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘ভাসানচর যেহেতু দ্বীপ, ফলে এখানে নিরাপত্তা দেওয়ার সুবিধা রয়েছে। এখানে আরও ২০০ আনসার সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। কক্সবাজারে সাম্প্রতিক ঘটনার কারণে সেখানকার বিষয়টি আমাদের পর্যবেক্ষণে রয়েছে।’
ভাসানচরে রোহিঙ্গারা খাবার পাচ্ছে না, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পর থেকে সেখানে বাংলাদেশি ৩৪টি এনজিও কাজ করছে। এ সময়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় খাদ্য, বস্ত্র, চিকিৎসা বা ওষুধের ঘাটতি দেখা যায়নি।
গত বছরের ৩ ডিসেম্বর থেকে গত ৪ এপ্রিল পর্যন্ত ৪ হাজার ৭২৪ পরিবারের ১৮ হাজার ৮৪৬ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে স্থানান্তর করা হয়। আগামী জানুয়ারির মধ্যে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে সেখানে নেওয়া হবে। রোহিঙ্গাদের বসবাসের জন্য ভাসানচরে ১ হাজার ৪৪০টি আশ্রয়গৃহ ও ১২০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫