Ajker Patrika

ববিতে বঙ্গবন্ধুর বিশ্ব শান্তি শীর্ষক ওয়েবিনার

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ০৫
ববিতে বঙ্গবন্ধুর বিশ্ব শান্তি শীর্ষক ওয়েবিনার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও বিশ্ব শান্তি’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের আয়োজনে গতকাল ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উপাচার্য বলেন, বিশ্ব শান্তি ও আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখতে আমৃত্যু কাজ করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তারের সভাপতিত্বে ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত