Ajker Patrika

বাগাতিপাড়ায় ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৪৩
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় দীর্ঘ ১৫ বছর পর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল অনুযায়ী এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গত বুধবার বিকেল ৫টা পর্যন্ত ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত নারী পদে ১০ এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীদা খাতুন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়মুর সুলতান, শরিফুল ইসলাম লেলিন, আনোয়ার হোসেন ও আমিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবার সংরক্ষিত নারী পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর; প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর এবং আগামী ২০২২ সালের ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ৮ হাজার ৫৮৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত