Ajker Patrika

সাড়ে ৪ হাজার কৃষক পাবেন ধানবীজ

চান্দিনা প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ০৯
সাড়ে ৪ হাজার কৃষক পাবেন ধানবীজ

চান্দিনায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা. প্রাণ গোপাল দত্ত। পর্যায়ক্রমে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ৪ হাজার ৬০০ কৃষক এ সহায়তা পাবেন।

২০২১-২২ মৌসুমে কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সহায়তা দিচ্ছে। এর মধ্যে ১ হাজার ৩০০ কৃষকের মধ্যে হাইব্রিড ও উফশী ধানের ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার এবং ৩ হাজার ৩০০ কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড ধানবীজ বিতরণ করা হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল হক রোমেল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খান, মো. তমিজ উদ্দিন, শৈলাস চন্দ্র মজুমদার প্রমুখ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমেনা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, গোলাম সারওয়ার সোহেল, মাইজখার ইউপি চেয়ারম্যান মো. শাহ সেলিম প্রধান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা পৌরসভার কাউন্সিলর মো. আবু কাউসার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত