Ajker Patrika

বাগান রক্ষা করতে গিয়ে হামলার শিকার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১: ৫৬
বাগান রক্ষা করতে গিয়ে হামলার শিকার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাগানের ফলদ চারা রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলা সদরের চাকঢালা মেহেরপুরের ভাল্লুকমারা ঝিরি এলাকায় ওই হামলা হয়। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলায় আহত মীর মোহাম্মদ (৫৫) ও নুর আহমদ (৬৫)। তাদের একজনকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে, অপরজনক কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজনকে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। এরা হলেন আলী হোসেন (৬২) ও আবদুর রহমান (৪২)। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

পুলিশ জানান, হামলার পর খবর পেয়ে রাতেই আসামি আলী হোসেনের বাড়ি থেকে বৃদ্ধ নুর আহমদকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। রাতেই এ বিষয়ে থানায় মামলা হয়।

হামলার শিকার নুর আহমদ বলেন, ভাল্লুকমারা ঝিরি এলাকায় প্রবাসী আবদুল গফুরের বড় ফলদ বাগান আছে। ৫ মাস আগে এখানে এতে কমলা, লিচু, আম, মাল্টা, কুলসহ প্রায় ১০ হাজার চারা রোপণ করে তার লোকজন।

কিন্তু প্রতিবেশী আলি হোসেনের সঙ্গে বাগান নিয়ে বিরোধ তৈরি হয়। গত বুধবার রাত ১২টার পর লোকজন নিয়ে প্রায় ৫০০ চারা কেটে ফেলে। বাধা দিতে গেলে তাঁরা দা ও লাঠি নিয়ে হামলা করে। এর আগে আলি হোসেন বাগানের অন্তত সাড়ে ৪ হাজার চারার গোড়ায় লবণ দিয়ে মেরে ফেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে হামলার শিকার একজনকে রাতেই উদ্ধার করে পুলিশ। মামলার পর প্রধান ২ আসামি গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত