নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ক্যানসার হাসপাতালের জন্য ১৫ তলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ক্যানসার ওয়ার্ডের পাশে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি নির্মিত হলে চট্টগ্রামে স্বল্প খরচে বিশ্বমানের ক্যানসার চিকিৎসা পাবেন রোগীরা—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
চমেক হাসপাতালের উপপরিচালক আফতাবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাসপাতাল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে।
এটি নির্মিত হলে চট্টগ্রামে ক্যানসার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন হবে উল্লেখ করে আফতাবুল ইসলাম বলেন, এতে রোগীরা স্বল্প খরচে চিকিৎসার সুবিধা পাবেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ভবনে ক্যানসার ইউনিটের পাশাপাশি কিডনি ও হৃদ্রোগ বিভাগও থাকবে। ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টারও থাকবে এখানে। হৃদ্রোগ বিভাগের জন্য বরাদ্দ থাকছে দুটি ফ্লোর। সব মিলিয়ে ৮টি ফ্লোর বরাদ্দ পাচ্ছে ক্যানসার ইউনিট। প্রাথমিকভাবে ১৫ তলা ভবনে মোট ৪৬০ শয্যা থাকছে বলে জানা গেছে।
এ ছাড়া বিশেষায়িত এই হাসপাতালে শিশু ক্যানসার রোগীদের জন্য অন্তত ৫টি শয্যা থাকবে। ইউনিটে অন্তত ৬০-৭০ জন চিকিৎসকের পদ সৃষ্টির কথাও বলা হয়েছে। ওয়ানস্টপ সার্ভিস দেওয়ার লক্ষ্যে ক্যানসার বিশেষজ্ঞ ছাড়াও ইউনিটে অন্তত তিনজন অ্যানেসথেটিস্ট, ক্যানসার সার্জন ও মেডিসিনের চিকিৎসক রাখারও প্রস্তাব করা হয়েছে।
আরও থাকছে অপারেশন থিয়েটার ও আইসিইউ সুবিধা। রোগীদের রেডিওথেরাপি, কেমোথেরাপি, ব্র্যাকিথেরাপি দেওয়ার মেশিন ছাড়াও থাকবে সর্বাধুনিক লিনিয়ার মেশিন। ক্যানসারে আক্রান্ত হওয়ার শেষপর্যায়ে থাকা রোগীদের সেবায় থাকবে পেলিয়েটিভ কেয়ার।
গতকাল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন জেলা প্রশাসকের কার্যালয় থেকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর প্রমুখ যুক্ত ছিলেন।
চট্টগ্রামে ক্যানসার হাসপাতালের জন্য ১৫ তলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ক্যানসার ওয়ার্ডের পাশে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি নির্মিত হলে চট্টগ্রামে স্বল্প খরচে বিশ্বমানের ক্যানসার চিকিৎসা পাবেন রোগীরা—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
চমেক হাসপাতালের উপপরিচালক আফতাবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাসপাতাল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে।
এটি নির্মিত হলে চট্টগ্রামে ক্যানসার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন হবে উল্লেখ করে আফতাবুল ইসলাম বলেন, এতে রোগীরা স্বল্প খরচে চিকিৎসার সুবিধা পাবেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ভবনে ক্যানসার ইউনিটের পাশাপাশি কিডনি ও হৃদ্রোগ বিভাগও থাকবে। ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টারও থাকবে এখানে। হৃদ্রোগ বিভাগের জন্য বরাদ্দ থাকছে দুটি ফ্লোর। সব মিলিয়ে ৮টি ফ্লোর বরাদ্দ পাচ্ছে ক্যানসার ইউনিট। প্রাথমিকভাবে ১৫ তলা ভবনে মোট ৪৬০ শয্যা থাকছে বলে জানা গেছে।
এ ছাড়া বিশেষায়িত এই হাসপাতালে শিশু ক্যানসার রোগীদের জন্য অন্তত ৫টি শয্যা থাকবে। ইউনিটে অন্তত ৬০-৭০ জন চিকিৎসকের পদ সৃষ্টির কথাও বলা হয়েছে। ওয়ানস্টপ সার্ভিস দেওয়ার লক্ষ্যে ক্যানসার বিশেষজ্ঞ ছাড়াও ইউনিটে অন্তত তিনজন অ্যানেসথেটিস্ট, ক্যানসার সার্জন ও মেডিসিনের চিকিৎসক রাখারও প্রস্তাব করা হয়েছে।
আরও থাকছে অপারেশন থিয়েটার ও আইসিইউ সুবিধা। রোগীদের রেডিওথেরাপি, কেমোথেরাপি, ব্র্যাকিথেরাপি দেওয়ার মেশিন ছাড়াও থাকবে সর্বাধুনিক লিনিয়ার মেশিন। ক্যানসারে আক্রান্ত হওয়ার শেষপর্যায়ে থাকা রোগীদের সেবায় থাকবে পেলিয়েটিভ কেয়ার।
গতকাল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন জেলা প্রশাসকের কার্যালয় থেকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর প্রমুখ যুক্ত ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৯ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪