রাবি প্রতিনিধি
উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক পুরস্কারের জন্য নয়, মানুষের জন্য লিখতেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেছেন, ‘স্যার পুরস্কারের জন্য লিখতেন না, তিনি সব সময় মানুষের জন্যই লিখতেন। তিনি জীবনসংলগ্ন মানুষ ছিলেন। সব সময় তিনি উজানেই নৌকা ভাসাতে চেয়েছেন।’
গতকাল মঙ্গলবার দুপুরে কথাশিল্পী হাসান আজিজুল হকের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। উপাচার্য আরও বলেন, ‘হাসান আজিজুল হক কথাসাহিত্যে তাঁর নিজস্ব ভুবন তৈরি করেছিলেন। তাঁর অসামান্য ভাষাভঙ্গি, অশ্রুতপূর্ব সংলাপ, অনাস্বাদিত চরিত্র নির্মাণ এবং গল্প বলার যে ধরন তা ৫০ বছর ধরে বাংলা সাহিত্যের পাঠককে মুগ্ধ করে রেখেছে। তাঁর মৃত্যু শুধু আমাদের আবেগ সঞ্চার ও অভিভূতই করে না, আমাদের বিপন্নতাও বাড়ায়।’
স্মরণসভায় মুখ্য আলোচক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহা বলেন, ‘হাসান আজিজুল হক তাঁর চিন্তা ও সাহিত্যের মাধ্যমে শুধু বাংলায় নয়, সারা বিশ্বে সমাদৃত হয়েছেন।’ এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থিত হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে একে একে বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে। পরে দুপুরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসান আজিজুল হক ২০২১ সালের ১৫ নভেম্বর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তিন দশক ধরে অধ্যাপনা শেষে ২০০৪ সালে অবসর নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সাহিত্যে অবদানের জন্য ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে একুশে পদক এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।
উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক পুরস্কারের জন্য নয়, মানুষের জন্য লিখতেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেছেন, ‘স্যার পুরস্কারের জন্য লিখতেন না, তিনি সব সময় মানুষের জন্যই লিখতেন। তিনি জীবনসংলগ্ন মানুষ ছিলেন। সব সময় তিনি উজানেই নৌকা ভাসাতে চেয়েছেন।’
গতকাল মঙ্গলবার দুপুরে কথাশিল্পী হাসান আজিজুল হকের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। উপাচার্য আরও বলেন, ‘হাসান আজিজুল হক কথাসাহিত্যে তাঁর নিজস্ব ভুবন তৈরি করেছিলেন। তাঁর অসামান্য ভাষাভঙ্গি, অশ্রুতপূর্ব সংলাপ, অনাস্বাদিত চরিত্র নির্মাণ এবং গল্প বলার যে ধরন তা ৫০ বছর ধরে বাংলা সাহিত্যের পাঠককে মুগ্ধ করে রেখেছে। তাঁর মৃত্যু শুধু আমাদের আবেগ সঞ্চার ও অভিভূতই করে না, আমাদের বিপন্নতাও বাড়ায়।’
স্মরণসভায় মুখ্য আলোচক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহা বলেন, ‘হাসান আজিজুল হক তাঁর চিন্তা ও সাহিত্যের মাধ্যমে শুধু বাংলায় নয়, সারা বিশ্বে সমাদৃত হয়েছেন।’ এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থিত হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে একে একে বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে। পরে দুপুরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসান আজিজুল হক ২০২১ সালের ১৫ নভেম্বর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তিন দশক ধরে অধ্যাপনা শেষে ২০০৪ সালে অবসর নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সাহিত্যে অবদানের জন্য ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে একুশে পদক এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪