Ajker Patrika

প্রধান শিক্ষকের হাত কেটে নেওয়ার হুমকি সহকারী শিক্ষকের

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৪: ৩১
প্রধান শিক্ষকের হাত কেটে নেওয়ার হুমকি সহকারী শিক্ষকের

একাধারে আট দিন বিদ্যালয়ে অনুপস্থিত সহকারী শিক্ষক। এ কারণে প্রধান শিক্ষক হাজিরা খাতায় ওই সহকারী শিক্ষককে আট দিন অনুপস্থিত দেখান। অনুপস্থিতির লম্বা সারি দেখে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের হাত কেটে নেওয়ার হুমকি দেন ওই সহকারী শিক্ষক।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ভাটিবাংলা উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোলালিব এমন হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক মাফরোজা খানম। তবে ক্ষোভ থেকে এমনটা করেছেন বলে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক।

ভাটিবাংলা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মাফরোজা খানম বলেন, কোনো ধরনের অবগতি ছাড়াই সহকারী শিক্ষক আ. মোলালিব এ মাসের প্রথম দিন থেকে শুরু করে একাধারে আটদিন বিদ্যালয়ে অনুপস্থিত। আমি হাজিরা খাতায় অনুপস্থিত দিয়ে রাখি। খাতায় অনুপস্থিত দেখে ক্ষিপ্ত হয়ে আমার হাত কেটে নেওয়ার হুমকি দেয়। ঘটনাটি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।

অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল মোলালিব হুমকির বিষয়টি স্বীকার করে বলেন, আমার স্ত্রী সন্তান সম্ভবা। বছরের প্রথমে শিক্ষার্থী উপস্থিতি ও ক্লাসও কম থাকায় এই সুযোগটা কাজে লাগাতে চেয়েছি। তবে সমস্যার বিষয়টি লিখিতিভাবে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাইনি। তবে খাতায় অনুপস্থিত দেখে এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে একপর্যায়ে মেজাজ হারিয়ে এমন হুমকি দিয়ে ফেলেছি। তিনি বলেন, ‘প্রধান শিক্ষক সব কাজ একক সিদ্ধান্তে করেন। বিদ্যালয়ের টাকা-পয়সার হিসেবে নানা অনিয়ম রয়েছে। এই ক্ষোভও এখানে যুক্ত আছে।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘এ ঘটনার পরে প্রধান শিক্ষকের স্বামী আমাকে মারধর করেছেন। সমস্যা আমাদের শিক্ষকদের মাঝে, সমাধানও আমরা করব। বাড়ির লোকজন আমার গায়ে হাত তুলেছে। এটি দুঃখজনক।’

মারধরের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষকের স্বামী মহিবুর রহমান বলেন, ‘হুমকি দেওয়ার কারণে তাঁকে জিজ্ঞেস করতে যাই। পরে তিনি আমাকে প্রথমে ধাক্কা দেন। এ নিয়ে আমাদের মধ্য হাতাহাতি হয়।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী বলেন, ‘বিষয়টি শুনেছি। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত