চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গায় টানা দুই দিনের বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা।
ধানগুলো মাটিতে শুয়ে পড়ায় ঘরে তোলা নিয়ে তাঁদের চিন্তার শেষ নেই। ধান কাটার মৌসুম শুরু হলেও এখনো অধিকাংশ কৃষক খেতের ধান ঘরে তুলতে পারেননি। সপ্তাহখানেকের মধ্যে ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তাঁরা।
কৃষকেরা জানান, অসময়ের বর্ষণে পাকা ধানগুলো মাঠে শুয়ে যায় এবং ভারী বর্ষণে ধান ও সবজি খেতে পানি জমে গেছে। এতে ধান ও সবজি নষ্ট হয়েছে। পুরোপুরি খেতের ফসল ঘরে না তুলতে পারার আশঙ্কা করছেন তাঁরা।
চুয়াডাঙ্গা সদর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম জানান, দুই বিঘা জমিতে আমন ধান আবাদ করেছিলাম। মাঠের ধান পেকে গেছে। আর এক সপ্তাহের মধ্যে কেটে ঘরে তোলা যেত। কিন্তু অসময়ে উপর্যুপরি বৃষ্টির কারণে ধানগুলো মাঠে শুয়ে পড়েছে।
জীবননগর উপজেলার তারনিবাস গ্রামের আবু সুলতান বলেন, ‘বড় বিপদে আছি। ধান কেটে রাস্তায় পালা দিয়ে রেখেছি। খড়কুটো দিয়ে ঢেকে রেখেছি। এরপরও শঙ্কায় রয়েছি। যদি বৃষ্টির পানিতে ভিজে যায় তাহলে ধানে গজ হয়ে যাবে।’
চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আব্দুল মাজেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন ধান উঠানোর সময়। ধানগুলো পুষ্ট হয়েছে। বৃষ্টিতে ফসলগুলো নুয়ে পড়েছে ঠিকই তবে ফলনে তেমন কোনো ক্ষতি হবে না। ফসলগুলো ওভাবেই কেটে নিতে হবে।’
চুয়াডাঙ্গায় টানা দুই দিনের বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা।
ধানগুলো মাটিতে শুয়ে পড়ায় ঘরে তোলা নিয়ে তাঁদের চিন্তার শেষ নেই। ধান কাটার মৌসুম শুরু হলেও এখনো অধিকাংশ কৃষক খেতের ধান ঘরে তুলতে পারেননি। সপ্তাহখানেকের মধ্যে ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তাঁরা।
কৃষকেরা জানান, অসময়ের বর্ষণে পাকা ধানগুলো মাঠে শুয়ে যায় এবং ভারী বর্ষণে ধান ও সবজি খেতে পানি জমে গেছে। এতে ধান ও সবজি নষ্ট হয়েছে। পুরোপুরি খেতের ফসল ঘরে না তুলতে পারার আশঙ্কা করছেন তাঁরা।
চুয়াডাঙ্গা সদর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম জানান, দুই বিঘা জমিতে আমন ধান আবাদ করেছিলাম। মাঠের ধান পেকে গেছে। আর এক সপ্তাহের মধ্যে কেটে ঘরে তোলা যেত। কিন্তু অসময়ে উপর্যুপরি বৃষ্টির কারণে ধানগুলো মাঠে শুয়ে পড়েছে।
জীবননগর উপজেলার তারনিবাস গ্রামের আবু সুলতান বলেন, ‘বড় বিপদে আছি। ধান কেটে রাস্তায় পালা দিয়ে রেখেছি। খড়কুটো দিয়ে ঢেকে রেখেছি। এরপরও শঙ্কায় রয়েছি। যদি বৃষ্টির পানিতে ভিজে যায় তাহলে ধানে গজ হয়ে যাবে।’
চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আব্দুল মাজেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন ধান উঠানোর সময়। ধানগুলো পুষ্ট হয়েছে। বৃষ্টিতে ফসলগুলো নুয়ে পড়েছে ঠিকই তবে ফলনে তেমন কোনো ক্ষতি হবে না। ফসলগুলো ওভাবেই কেটে নিতে হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪