Ajker Patrika

টানা বৃষ্টিতে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি

চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯: ১৯
টানা বৃষ্টিতে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি

চুয়াডাঙ্গায় টানা দুই দিনের বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা।

ধানগুলো মাটিতে শুয়ে পড়ায় ঘরে তোলা নিয়ে তাঁদের চিন্তার শেষ নেই। ধান কাটার মৌসুম শুরু হলেও এখনো অধিকাংশ কৃষক খেতের ধান ঘরে তুলতে পারেননি। সপ্তাহখানেকের মধ্যে ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তাঁরা।

কৃষকেরা জানান, অসময়ের বর্ষণে পাকা ধানগুলো মাঠে শুয়ে যায় এবং ভারী বর্ষণে ধান ও সবজি খেতে পানি জমে গেছে। এতে ধান ও সবজি নষ্ট হয়েছে। পুরোপুরি খেতের ফসল ঘরে না তুলতে পারার আশঙ্কা করছেন তাঁরা।

চুয়াডাঙ্গা সদর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম জানান, দুই বিঘা জমিতে আমন ধান আবাদ করেছিলাম। মাঠের ধান পেকে গেছে। আর এক সপ্তাহের মধ্যে কেটে ঘরে তোলা যেত। কিন্তু অসময়ে উপর্যুপরি বৃষ্টির কারণে ধানগুলো মাঠে শুয়ে পড়েছে।

জীবননগর উপজেলার তারনিবাস গ্রামের আবু সুলতান বলেন, ‘বড় বিপদে আছি। ধান কেটে রাস্তায় পালা দিয়ে রেখেছি। খড়কুটো দিয়ে ঢেকে রেখেছি। এরপরও শঙ্কায় রয়েছি। যদি বৃষ্টির পানিতে ভিজে যায় তাহলে ধানে গজ হয়ে যাবে।’

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আব্দুল মাজেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন ধান উঠানোর সময়। ধানগুলো পুষ্ট হয়েছে। বৃষ্টিতে ফসলগুলো নুয়ে পড়েছে ঠিকই তবে ফলনে তেমন কোনো ক্ষতি হবে না। ফসলগুলো ওভাবেই কেটে নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত