Ajker Patrika

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগ নেতাদের চাপা ক্ষোভ

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪২
Thumbnail image

সিলেট সিটি করপোরেশনের দেওয়া নাগরিক সংবর্ধনায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে চাপা ক্ষোভ থাকলেও প্রকাশ্যে কথা বলছেন না কেউ।

তবে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের না যাওয়া যথার্থ মনে করছেন তাঁরা। অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্যকে আওয়ামী লীগের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন অনেকে।

গত বুধবার বিকেলে সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা এবং সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক ও নগরীর বিভিন্ন উন্নয়নকাজে বিশেষ অবদানের জন্য ড. এ কে আব্দুল মোমেনকে সিটি করপোরেশনের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

বিএনপি নেতা ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বিভিন্ন সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে সে অনুষ্ঠানে যাননি স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাকে কেউ কেউ বলেছেন, আজকের আয়োজন আরিফ করেছেন। আমি বলেছি-আরিফ সাহেব করেন নাই, করেছে সিটি করপোরেশন। বরং আপনাদের লজ্জা লাগা উচিত এই কারণে যে, মাননীয় প্রধানমন্ত্রী যে এত ভালো কাজ করছেন, একজন অন্য দলের লোক সেটি স্বীকার করছে। সেটা গ্রহণ করতেছে। আপনাদের তো ভালো লাগার কথা। আমি তো হলাম উসিলা মাত্র। তাঁরা আমাকে নয়, সম্মান দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে। যিনি আমাদের প্রতি সদয় হয়ে এত কিছু করছেন। সুতরাং সিলেটের উন্নয়নে সবাই মিলেমিশে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে এ কে আব্দুল মোমেন বলেন, ‘এই সিলেট নগরী আপনার-আমার সবার। কে কোন মতের-দলের সেটা দেখার বিষয় নয়। আমরা সবাই সিলেটের-এটাই মূল বিষয়। এখানের ছেলে আমি, আমাদের সবার হৃদয়ে সিলেট। আমার কাছে কেউ কেউ বলেন যে, মেয়র অন্য দলের। সুতরাং আপনি উনার অনেক প্রস্তাব গ্রহণ করবেন না। আমি বলি-সিলেট তো আমারও। মেয়র সাহেবরও (আরিফের)। সুতরাং বৃহত্তর সিলেটের মঙ্গলের জন্য সব করতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে আওয়ামী লীগের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা।

নাম না প্রকাশ করার শর্তে মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ তিনি নিজে আওয়ামী পরিবারের সদস্য। বিএনপির মেয়র আরিফ আওয়ামী লীগকে নিয়ে অনেকবার কটুক্তি করেছেন। মন্ত্রী তাঁর সংবর্ধনা নিচ্ছেন ও ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাদের বর্জন নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এটা অবশ্যই দলের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

সিলেট মহানগর আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেছেন আরিফ। আমরা তাঁকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু তিনি সেটা করেননি। তাই আরিফের অনুষ্ঠানে আমরা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মন্ত্রী সেখানে গিয়েছেন। কিন্তু আমরা দলের নীতির সঙ্গে যায় না বলে সেখানে যাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত