Ajker Patrika

রোজার ঈদে আসছে ‘মহানগর-২’

রোজার ঈদে আসছে ‘মহানগর-২’

ওয়েব সিরিজ ‘মহানগর’-এ ওসি হারুন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মুক্তির পর দর্শক আগ্রহের কেন্দ্রে উঠে আসে ওয়েব সিরিজটি। দর্শক চাহিদা বিবেচনায় তৈরি হচ্ছে সিরিজের দ্বিতীয় সিজন। আগামী রোজার ঈদে আবারও দর্শকের সামনে ওসি হারুন হয়ে আসছেন মোশাররফ করিম। গত বুধবার রাতে ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, রোজার ঈদেই আসছে মহানগরের পরের অধ্যায়। যথারীতি এবারও জনপ্রিয় এ সিরিজটি বানাচ্ছেন আশফাক নিপুণ। নির্মাতা জানান, ‘ওয়েব সিরিজ মহানগর বানানোর সময় ভাবিনি এত সাড়া পাব। এবার যে গল্পটি দেখা যাবে, সেটা মহানগরের চেয়েও বড় সমস্যা নিয়ে তৈরি।’

ইতিমধ্যে ওয়েব সিরিজটির শুটিং শেষ করেছেন মোশাররফ করিম। শুটিং অভিজ্ঞতা জানিয়ে তিনি হাসতে হাসতে বলেন, ‘মহানগরের শুটিং কখনোই আনন্দদায়ক ছিল না। কারণ, এই সিরিজে অভিনয়শিল্পী না নিয়ে বাদুড় নিলেই ভালো হতো। কারণ, সারা রাত জেগে শুটিং করতে হয়েছে। বাদুড়ের জন্য কাজটি সহজ হতো। পরে অ্যানিমেল চ্যানেলে বিক্রি করে দিলে, তাতে আর্টিস্ট পেমেন্ট লাগত না। কম খরচে হয়ে যেত।’

মহানগরের দ্বিতীয় সিজন সম্পর্কে মোশাররফ বলেন, ‘আমার কাছে শুরু থেকেই মহানগরের কাজটি চ্যালেঞ্জিং ছিল। কাজটি ঠিক সেভাবেই করেছি। দ্বিতীয় পর্বে তো আরও বড় সমস্যা নিয়ে আসব। আর এবারের কাজেও থাকবে টানটান উত্তেজনা। আশা করছি, প্রথম পর্বের মতো নতুন পর্বটিও দর্শকের ভালো লাগবে।’

মহানগরের প্রথম পর্বে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা প্রমুখ। তবে নতুন সিজনে মোশাররফ করিম ছাড়া আর কে কে থাকছেন সে বিষয়ে কিছু জানায়নি প্ল্যাটফর্মটি। ‘মহানগর-২’সহ চলতি বছর আটটি বিগ বাজেটের ওয়েব সিরিজ মুক্তি দেবে হইচই, যার প্রতিটিই চমক আর রোমাঞ্চে ভরপুর। সিরিজগুলো হলো ‘বুকের মধ্যে আগুন’, ‘মিশন হান্টডাউন’, ‘রঙ্গিলা কিতাব’, ‘কাইজার লেভেল টু’, ‘অদৃশ্য’, ‘আ কমন ম্যান’ ও ‘ডেল্টা ২০৫১’। প্রথমবারের মতো প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হয়েছেন অপূর্ব, মিম, জাহিদ হাসানের মতো তারকারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত