Ajker Patrika

ধামইরহাটে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৭
ধামইরহাটে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

নওগাঁর ধামইরহাটে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউপিতে বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন ৪২৬ জন। তাঁর মধ্যে ৮টি ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন। এ ছাড়া সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৯৩ জন প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ২৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউপির মধ্যে ২টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ৬টি ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া উপজেলা ৮টি ইউপিতে মোট ১ লাখ ৩৮ হাজার ৪১৮ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬৯ হাজার ৩০১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬৯ হাজার ১ শত ১৭ জন।

মো. সাজ্জাদ হোসেন আরও বলেন, নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রত্যেক প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় আচরণবিধি মেনে প্রচার ও গণসংযোগ চালাতে পারবেন। যদি কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত