Ajker Patrika

নিজের ভোটটিও পেলেন না ফখর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ৩৭
নিজের ভোটটিও পেলেন না ফখর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে একটি ভোটও পেলেন না ফখর উদ্দিন আহম্মদ। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রথমবার ইউপি সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। ভোট করার প্রস্তাবকারী কারও ভোটতো পাননি, তিনি নিজেও নিজের ভোট দেননি।

ফখর উদ্দিন আহম্মদ উপজেলা পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের মৃত ইসরাফিল মাষ্টারের ছেলে। ৫ বোন ও ৪ ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। তিনি কিশোরগঞ্জের ভৈরবে ওষুধ ব্যবসা করেন।

নির্বাচন অফিসের তথ্যমতে, ওই কেন্দ্রে সদস্য প্রার্থীদের মধ্যে হাছান আহমদ ভেনগাড়ি প্রতীকে ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর দিকে ফখর উদ্দিন আহম্মদ টিউবওয়েল প্রতীকে ১টি ভোটও পাননি।

ফখর উদ্দিন আহমেদ বলেন, ভোটারেরা বোঝেন না বলেই তাঁরা অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেন। তবে একদিন মানুষের ভুল ভাঙবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন বলেন, সরাইল উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মজার বিষয় হলো পাকশিমুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে ৮ জনের মধ্যে ফখর উদ্দিন আহম্মদ নামে একজন কোনো ভোটই পাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত