Ajker Patrika

কালিয়ায় আইনশৃঙ্খলার বিশেষ সভা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ০৭
কালিয়ায় আইনশৃঙ্খলার বিশেষ সভা

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ আইনশৃঙ্খলা রক্ষায় নড়াইলের কালিয়ায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ, এনএসআইয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশীষ চক্রবর্তী, কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার প্রমুখ। সভায় বক্তারা আইন-শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত