Ajker Patrika

কয়রায় টিকা পেল ১৮ হাজার শিক্ষার্থী

কয়রা প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১১: ০৭
কয়রায় টিকা পেল ১৮ হাজার শিক্ষার্থী

খুলনার কয়রা উপজেলার ১২ থেকে ১৮ বছর বয়সী ১৮ হাজার ২৫৮ জন শিক্ষার্থী করোনা ভাইরাসের টিকা নিয়েছে। উপজেলার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ টিকা নেয়। তবে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের এ টিকা নিতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত ১০ জানুয়ারি থেকে উপজেলাব্যাপী শিক্ষার্থীদের করোনারোধী ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হয়। এতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পড়ে। গত শুক্রবার পর্যন্ত উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২৫টি মাদ্রাসা ও ৩টি কলেজের ১৮ হাজার ২৫৮ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টিকা নিতে আসা শিক্ষার্থীরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শীতাতপ নিয়ন্ত্রিত দুটি কক্ষে টিকা দেওয়া হচ্ছে। একটি কক্ষে ছেলেদের অন্যটি মেয়েদের। প্রতিবারে ১০ জন করে দুইটি কক্ষে ২০ জন শিক্ষার্থীকে টিকা দিতে দেখা যায়।

টিকা গ্রহণের পর কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী প্রদীপ্ত কুমার দাশ ও ছাত্রী লিমা রানি শীল জানায়, কোনো ঝামেলা ছাড়াই করোনা প্রতিরোধী ফাইজারের টিকা নিয়েছি। করোনার টিকা নিতে মনের ভেতরে যে ভয় ছিল, তা আর কাজ করছে না। তবে টিকাদান কেন্দ্র আরও বাড়ানো হলে তাদের সুবিধা হতো। দীর্ঘ সময় তাদের টিকার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হতো না।

কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মণ্ডল বলেন, করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য সরকার যে কার্যক্রম শুরু করেছে, তা সত্যিই প্রশংসনীয়। যার ফলে শিক্ষার্থীরা আরও সুরক্ষিত থাকবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ বলেন, উপজেলার ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়েছে। যদি কোনো শিক্ষার্থী বিশেষ কারণে বাদ পড়ে থাকে তাহলে তাদেরও দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদীপ বালা বলেন, গত এক সপ্তাহে ১৮ হাজার ২৫৮ জন শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের দ্বিতীয় ডোজের টিকার ব্যবস্থাও করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত