Ajker Patrika

তালাক ও বিয়ের হার রাজশাহীতে বেশি

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫: ৩৫
Thumbnail image

দেশের অন্য বিভাগগুলোর তুলনায় রাজশাহীতে বিয়ের হার বেশি। আবার এই বিভাগে তালাকের হারও বেশি। বৈবাহিক সম্পর্কবিচ্ছিন্ন মানুষের হার বেশি খুলনা বিভাগে। আর অবিবাহিত মানুষ বেশি সিলেটে। প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা গেছে, রাজশাহীতে বিয়ের হার ৬৮.৯৭ শতাংশ। এটি অন্য বিভাগের চেয়ে বেশি। রাজশাহী বিভাগে অবিবাহিত মানুষের হার এখন ২৪.৩৮ শতাংশ। বিধবা বা বিপত্নীক রয়েছে ৫.৬৬ শতাংশ। তালাকের হার ০.৬১ শতাংশ। এই হার অন্য বিভাগগুলোর চেয়ে বেশি। দাম্পত্য সম্পর্কবিচ্ছিন্ন মানুষ ০.৩৭ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে ২৮.৯৩ শতাংশ মানুষ অবিবাহিত আর বিবাহিত ৬৫.৬৩ শতাংশ। এ ছাড়া বিধবা বা বিপত্নীক ৪.৬৬ শতাংশ, তালাকপ্রাপ্ত ০.৪০ শতাংশ এবং দাম্পত্য সম্পর্কবিচ্ছিন্ন মানুষ ০.৩২ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ৩২.৫৭ শতাংশ মানুষ অবিবাহিত। এই বিভাগে বিবাহিত ৬১.৬৭ শতাংশ। এ ছাড়া বিধবা বা বিপত্নীক ৫.১৪ শতাংশ, তালাকপ্রাপ্ত ০.৩০ শতাংশ এবং দাম্পত্য সম্পর্কবিচ্ছিন্ন মানুষ ০.৩২ শতাংশ।

খুলনায় ২৪.৫২ শতাংশ অবিবাহিত, ৬৮.৮৫ শতাংশ বিবাহিত, ৫.৬২ শতাংশ বিধবা বা বিপত্নীক, ০.৫৫ শতাংশ তালাকপ্রাপ্ত এবং দাম্পত্য সম্পর্কবিচ্ছিন্ন ০.৪৬ শতাংশ মানুষ। দাম্পত্য সম্পর্কবিচ্ছিন্ন মানুষ সবচেয়ে বেশি খুলনা বিভাগে। বিধবা ও বিপত্নীক মানুষ বেশি রংপুর বিভাগে। এই বিভাগের বিধবা বা বিপত্নীক মানুষের হার ৫.৮৪ শতাংশ। এ ছাড়া ০.৩ শতাংশ তালাকপ্রাপ্ত এবং ০.৩৫ শতাংশ মানুষ দাম্পত্য সম্পর্কবিচ্ছিন্ন। রংপুরের ২৫.৭৮ শতাংশ অবিবাহিত এবং ৬৭.৬৫ শতাংশ মানুষ বিবাহিত সম্পর্কে আছেন।

সবচেয়ে বেশি অবিবাহিত মানুষ রয়েছে সিলেট বিভাগে। এর হার ৩৭.৭৭ শতাংশ। এই বিভাগে ৫৫.৫৯ শতাংশ মানুষ বিবাহিত। এ ছাড়া সিলেট বিভাগে বিধবা বা বিপত্নীক ৫.৮১ শতাংশ, তালাকপ্রাপ্ত ০.৪৩ শতাংশ এবং দাম্পত্য সম্পর্কবিচ্ছিন্ন ০.৩৯ শতাংশ মানুষ। বরিশালের ২৭.২০ শতাংশ মানুষ অবিবাহিত। বিবাহিত মানুষের হার ৬৬.৬৬ শতাংশ। এ ছাড়া ৫.৫৪ শতাংশ বিধবা বা বিপত্নীক, ০.২৯ শতাংশ তালাকপ্রাপ্ত এবং ০.৩১ শতাংশ মানুষ দাম্পত্য সম্পর্কবিচ্ছিন্ন। ময়মনসিংহ বিভাগের ২৭.৭৫ শতাংশ মানুষ অবিবাহিত। এই বিভাগে বিবাহিত মানুষ ৬৫.৭৪ শতাংশ। এ ছাড়া বিধবা বা বিপত্নীক ৫.৭৬ শতাংশ, তালাকপ্রাপ্ত ০.৪০ শতাংশ এবং দাম্পত্য সম্পর্কবিচ্ছিন্ন ০.৩৫ শতাংশ মানুষ।

গত ১৫ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ চলে। এটি দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে এই শুমারির প্রতিবেদন অনুযায়ী, দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন নারী। এ ছাড়া দেশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংখ্যা ১২ হাজার ৬২৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত