Ajker Patrika

আ.লীগ-বিএনপির সংঘর্ষ যুবদল নেতাকে ছুরিকাঘাত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৫৮
Thumbnail image

বগুড়ার নন্দীগ্রামে বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এক যুবদল নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ছাড়া ৮ থেকে ১০টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত হওয়া ব্যক্তির নাম সোহাগ হোসেন (২৬)। তিনি বুড়ইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে পৌর আওয়ামী লীগের অফিসে যাওয়া পথে পেছন থেকে বিএনপির চিহ্নিত বিভিন্ন মামলার আসামিরা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের আটজন নেতা-কর্মী আহত হয়েছেন।’

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রউফ রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘সংসদ সদস্যসহ বিএনপির সব লোকজন শহীদ মিনারে ফুল দিয়ে হোটেলে এসে নাশতা করছিলেন। এ সময় আওয়ামী লীগের অতি উৎসাহী কিছু লোক আমাদের ওপর হামলা করে। এতে আমাদের যুবদল নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া আমাদের ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’

এ বিষয়ে জানতে চাইলে বগুড়ার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। এ ব্যাপারে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত