Ajker Patrika

খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজে নবীনবরণ

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ১৯
Thumbnail image

নান্দাইলে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজে ২০২২ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম।

খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজর গভর্নিং বডির সভাপতি জে-বে-নাইয়ার সভাপতিত্বে এবং কলেজের বাংলা প্রভাষক সাইফ আহম্মেদ ও ইংরেজি প্রভাষক মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল।

উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল আলম, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার শিউলী, সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সুমন মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত