মারুফ কিবরিয়া ও দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা থেকে
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ অমান্য করে এখনো নির্বাচনী এলাকায় অবস্থান করছেন কুমিল্লা-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে গত বুধবার স্থানীয় এমপি বাহারকে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দেয় ইসি। কিন্তু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ফোনে আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে বাহার জানান, তিনি কুমিল্লাতেই অবস্থান করছেন এবং এর কারণ হিসেবে নানা যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেন তিনি। তবে নৌকার মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, তা ঠিক নয় বলেও দাবি করেছেন।
এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে বাহারকে এলাকা ছাড়তে ইসির দেওয়া নির্দেশনা নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, নিজের এলাকায় বাহার অত্যন্ত প্রভাবশালী। তাঁকে এলাকা ছাড়তে বলায় নির্বাচনী পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা রয়েছে।
এ ব্যাপারে কথা বলতে গতকাল বিকেল ৫টার দিকে সংসদ সদস্য বাহারের মোবাইল ফোনে কল দিলে সেটি রিসিভ করেন এক নারী। এমপি বাহার এখনো কুমিল্লায় অবস্থান করছেন কি না, জানতে চাইলে ওই নারী বলেন, ‘জি, তিনি কুমিল্লায় আছেন।’
এর আধঘণ্টা পর এই প্রতিবেদকের মোবাইল ফোনে কল ব্যাক করেন বাহার। ইসির নির্দেশনার পরও এলাকায় অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সংসদ সদস্যের বাইরে আমি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। এখানে আমার একটি দলীয় কার্যালয় আছে। এমপি হওয়ায় নানা কারণে এলাকার মানুষ আমার সঙ্গে দেখা করতে আসেন। সে জন্য আমাকে অফিসে বসতে হয়। এ জন্যই আমার এলাকায় থাকা।’
তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের মতো কোনো কাজ করেননি দাবি করে বাহার বলেন, ‘আমি এখনো কোনো নির্বাচনী প্রচারে অংশ নিইনি। ইসি একটা অভিযোগ পেয়ে আমাকে কিছু না বলেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’
কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার শুরুর আগে থেকেই এমপি বাহারের বিরুদ্ধে এ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। তখন চিঠি দিয়ে বাহারকে সতর্ক করে ইসি। এ নিয়ে হাইকোর্টে রিট করেন তিনি। সেই রিটের পরিপ্রেক্ষিতে ইসির চিঠি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত বুধবার রুল জারি করেন হাইকোর্ট।সংসদ সদস্য বাহার বলেন, ‘নির্বাচনী আইনে সরকারের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তা নির্বাচনী প্রচারে অংশ না নেওয়ার কথা রয়েছে। আমি তো নিজের খরচে চলি। আমার ড্রাইভার থেকে শুরু করে সবকিছু আমার নিজের খরচে। সরকার থেকে কোনো টাকা নিই না। আর আমি সরকারের লোক নই। আমি একজন মেম্বার অব পার্লামেন্ট। তাহলে আমি কেন নির্বাচনী প্রচারে অংশ নিতে পারব না?’
নির্দেশনার পরও বাহারের এলাকা ত্যাগ না করার বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকা’কে বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু জানি না। তবে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে রিপোর্ট নিব আজ রাতেই।’
প্রার্থীরা যা বলছেন এদিকে সংসদ সদস্য বাহারকে দেওয়া ইসির নির্দেশনা নিয়ে গতকাল সরগরম ছিল ভোটের মাঠ। নির্বাচনী প্রচারে গিয়ে এ নির্দেশনার পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগের ভিত্তিতেই বাহারকে এলাকার ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি। গতকাল সকালে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌমুহনী এলাকায় গণসংযোগে গিয়ে সাক্কু বলেন, ‘এই সিদ্ধান্তে আমরা খুব খুশি। তবে নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি (বাহার) এখনো নির্বাচনী এলাকা থেকে একটু দূরে বৈঠক করেছেন।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
বিএনপি থেকে বহিষ্কৃত আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার গতকাল সকালে ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগে গিয়ে বলেন, ইসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এমপি বাহার এখনো নিজ এলাকায় অবস্থান করছেন। তবে ইসির নির্দেশনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গতকাল নগরীর টিক্কারচরে এক পথসভায় তিনি বলেন, ‘ইসির আদেশের বিরুদ্ধে বাহার ভাই রিট করেছেন। তিনি (বাহার) কেন নির্বাচনী প্রচারণায় থাকতে পারবেন না, সে ব্যাপারে ইসিকে জবাবদিহি করতে বলেছেন হাইকোর্ট। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাহার ভাই নির্বাচনী মাঠে থাকবেন।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ অমান্য করে এখনো নির্বাচনী এলাকায় অবস্থান করছেন কুমিল্লা-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে গত বুধবার স্থানীয় এমপি বাহারকে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দেয় ইসি। কিন্তু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ফোনে আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে বাহার জানান, তিনি কুমিল্লাতেই অবস্থান করছেন এবং এর কারণ হিসেবে নানা যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেন তিনি। তবে নৌকার মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, তা ঠিক নয় বলেও দাবি করেছেন।
এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে বাহারকে এলাকা ছাড়তে ইসির দেওয়া নির্দেশনা নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, নিজের এলাকায় বাহার অত্যন্ত প্রভাবশালী। তাঁকে এলাকা ছাড়তে বলায় নির্বাচনী পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা রয়েছে।
এ ব্যাপারে কথা বলতে গতকাল বিকেল ৫টার দিকে সংসদ সদস্য বাহারের মোবাইল ফোনে কল দিলে সেটি রিসিভ করেন এক নারী। এমপি বাহার এখনো কুমিল্লায় অবস্থান করছেন কি না, জানতে চাইলে ওই নারী বলেন, ‘জি, তিনি কুমিল্লায় আছেন।’
এর আধঘণ্টা পর এই প্রতিবেদকের মোবাইল ফোনে কল ব্যাক করেন বাহার। ইসির নির্দেশনার পরও এলাকায় অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সংসদ সদস্যের বাইরে আমি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। এখানে আমার একটি দলীয় কার্যালয় আছে। এমপি হওয়ায় নানা কারণে এলাকার মানুষ আমার সঙ্গে দেখা করতে আসেন। সে জন্য আমাকে অফিসে বসতে হয়। এ জন্যই আমার এলাকায় থাকা।’
তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের মতো কোনো কাজ করেননি দাবি করে বাহার বলেন, ‘আমি এখনো কোনো নির্বাচনী প্রচারে অংশ নিইনি। ইসি একটা অভিযোগ পেয়ে আমাকে কিছু না বলেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’
কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার শুরুর আগে থেকেই এমপি বাহারের বিরুদ্ধে এ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। তখন চিঠি দিয়ে বাহারকে সতর্ক করে ইসি। এ নিয়ে হাইকোর্টে রিট করেন তিনি। সেই রিটের পরিপ্রেক্ষিতে ইসির চিঠি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত বুধবার রুল জারি করেন হাইকোর্ট।সংসদ সদস্য বাহার বলেন, ‘নির্বাচনী আইনে সরকারের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তা নির্বাচনী প্রচারে অংশ না নেওয়ার কথা রয়েছে। আমি তো নিজের খরচে চলি। আমার ড্রাইভার থেকে শুরু করে সবকিছু আমার নিজের খরচে। সরকার থেকে কোনো টাকা নিই না। আর আমি সরকারের লোক নই। আমি একজন মেম্বার অব পার্লামেন্ট। তাহলে আমি কেন নির্বাচনী প্রচারে অংশ নিতে পারব না?’
নির্দেশনার পরও বাহারের এলাকা ত্যাগ না করার বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকা’কে বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু জানি না। তবে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে রিপোর্ট নিব আজ রাতেই।’
প্রার্থীরা যা বলছেন এদিকে সংসদ সদস্য বাহারকে দেওয়া ইসির নির্দেশনা নিয়ে গতকাল সরগরম ছিল ভোটের মাঠ। নির্বাচনী প্রচারে গিয়ে এ নির্দেশনার পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগের ভিত্তিতেই বাহারকে এলাকার ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি। গতকাল সকালে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌমুহনী এলাকায় গণসংযোগে গিয়ে সাক্কু বলেন, ‘এই সিদ্ধান্তে আমরা খুব খুশি। তবে নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি (বাহার) এখনো নির্বাচনী এলাকা থেকে একটু দূরে বৈঠক করেছেন।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
বিএনপি থেকে বহিষ্কৃত আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার গতকাল সকালে ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগে গিয়ে বলেন, ইসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এমপি বাহার এখনো নিজ এলাকায় অবস্থান করছেন। তবে ইসির নির্দেশনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গতকাল নগরীর টিক্কারচরে এক পথসভায় তিনি বলেন, ‘ইসির আদেশের বিরুদ্ধে বাহার ভাই রিট করেছেন। তিনি (বাহার) কেন নির্বাচনী প্রচারণায় থাকতে পারবেন না, সে ব্যাপারে ইসিকে জবাবদিহি করতে বলেছেন হাইকোর্ট। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাহার ভাই নির্বাচনী মাঠে থাকবেন।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪