Ajker Patrika

৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্ল্যান্টারে বোরো আবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১১: ০৮
৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্ল্যান্টারে বোরো আবাদ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের সাহায্যে বোরোর চারা রোপণ করা হবে। উপজেলার বাসাইল ইউনিয়নে কৃষি প্রণোদনার আওতায় চলতি মৌসুমে ৫০ একর জমিতে এ চারা রোপণ করা হচ্ছে।

এ উপলক্ষে বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে বোরো ধানের সমলয়ের বীজতলার কার্যক্রম চলছে। যন্ত্রের মাধ্যমে ধান রোপণ করা হলে কৃষকের উৎপাদন খরচ কমবে। কমে যাবে কাটার সময় ধানের অপচয়, লাঘব হবে শ্রমিকের কায়িক শ্রম। এ ছাড়া এই পদ্ধতিতে ফসল ফলাতে শ্রমিক লাগবে কম, বাড়বে ফসলের উৎপাদনশীলতা।

গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায়, উপজেলার কৃষিজমিগুলোতে এখনো শীতকালীন ফসল রয়েছে। জমিতে রয়েছে আলু, পেঁয়াজ, সরিষা, ভুট্টা, গম, সূর্যমুখী ও শাকসবজি। এ ছাড়া বোরো চাষের জন্য বীজতলা তৈরিতে কাজ করছেন অনেক কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ জন্য প্রথমে ৪ হাজার ৫০০ প্লাস্টিক ট্রেতে ২ সেন্টিমিটার জৈব সারমিশ্রিত মাটি ভরাট করে কাঠ দিয়ে ভালোভাবে সমতল করা হয়েছে। প্রতিটি ট্রেতে ১০০ গ্রাম অঙ্কুরিত বীজ বপন করে দশমিক ৫ সেন্টিমিটার মাটি দিয়ে তা ঢেকে দেওয়া হয়েছে। শৈত্যপ্রবাহের হাত থেকে রক্ষা করতে বীজতলা ঢেকে দেওয়া হয়েছে সাদা পলিথিন দিয়ে। বোরো ধানের আধুনিক জাত হিসেবে লাল তীরের হাইব্রিড ‘টিয়া ভিত্তি বীজ’ ব্যবহার করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এ বিষয়ে বলেন, ‘উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় এ প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রযুক্তি কৃষকদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত