Ajker Patrika

ওমিক্রন বিপর্যয়ের আশঙ্কায় বিশ্ব

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৬
Thumbnail image

করোনাভাইরাসের ডেলটা ধরনের ধাক্কা সামলানোর আগেই এই ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে সতর্ক করে বলেছে, ওমিক্রন অবিশ্বাস্য গতিতে ছড়াচ্ছে। এই সতর্কতার পরপরই যুক্তরাজ্যে গত বৃহস্পতিবার করোনার সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এদিকে প্রতিবেশী ভারতেও প্রতিদিনই ওমিক্রন সংক্রমিত নতুন রোগী শনাক্ত হচ্ছেন। তবে বাংলাদেশে এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ১৯১ নতুন রোগী শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সার্বিকভাবে করোনার তৃতীয় ঢেউ সামাল দেওয়ার পর গত আগস্ট থেকে বিশ্বজুড়ে পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করে। অক্টোবরের মাঝামাঝি মনে হচ্ছিল, করোনা বুঝি বিদায় নিচ্ছে। তবে ওই মাসের শেষদিক থেকে সংক্রমণ আবার বাড়তে শুরু করে। নভেম্বরের গোড়ার দিকে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরনকে ‘উদ্বেগজনক ধরনের’ তালিকাভুক্ত করে এর নাম ঘোষণা করেন ২৬ নভেম্বর। গত বৃহস্পতিবার বিশ্বজুড়ে ৭ লাখ ২৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৭ হাজারের বেশি করোনা সংক্রমিত রোগী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্যমতে, এখন ওমিক্রনের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ও ডেনমার্কে। যুক্তরাজ্যে গত বৃহস্পতিবার এক দিনে ৮৮ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগের দিন বুধবার দক্ষিণ আফ্রিকায় সংক্রমণের নতুন রেকর্ড হয়। যুক্তরাষ্ট্রে ওমিক্রন এখন পর্যন্ত খুব একটা না ছড়ালেও বিশেষজ্ঞদের আশঙ্কা, খুব দ্রুতই করোনার এই ধরন দেশটিতে উদ্বেগের কারণ হয়ে উঠবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস গত মঙ্গলবার জানান, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের ৭৭টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। তিনি বলেন, ‘ওমিক্রন অবিশ্বাস্য গতিতে ছড়াচ্ছে। এর আগে করোনার কোনো ধরন এত দ্রুত ছড়ায়নি।’ তেদরোস আধানোমের এই বক্তব্যের পর নিউজিল্যান্ড, পোল্যান্ডসহ আরও তিন দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুসের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. মুগে সেভিক বলেছেন, ‘আমি কেবল একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি, ওমিক্রন খুবই দ্রুত ছড়াচ্ছে। সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েও করোনার এই ধরনের সংক্রমণের শৃঙ্খল হয়তো ভাঙা যাবে না।’ এই বিশেষজ্ঞ সবাইকে দ্রুত করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দেশটির ১১টি রাজ্যে এ পর্যন্ত ওমিক্রন সংক্রমিত ১০১ জন রোগী শনাক্ত হয়েছেন। ভারতের মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি ৩২ জন ওমিক্রন সংক্রমিত রোগী পাওয়া গেছে। যুক্তরাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে, ভারতে এই ধরন ব্যাপক হারে ছড়িয়ে পড়লে দিনে ১৪ লাখ করে রোগী শনাক্ত হতে পারে। এই পরিপ্রেক্ষিতে অপ্রয়োজনীয় ভ্রমণ ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়টি।

দেশে নতুন আক্রান্ত ১৯১ জন
স্বাস্থ্য অধিদপ্তর গতকাল শুক্রবার জানায়, গতকাল সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ১৯১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এই ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে দুজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন ১৯১ রোগীর মধ্যে ১৬১ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জন হয়েছে। এদিন শনাক্তের হার ছিল ১ দশমিক ১৭ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় দুজনসহ দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে ২৮ হাজার ৪৩ জন হয়েছে।

টিকা কর্মসূচি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন লক্ষ্যমাত্রার ৫০ দশমিক ৫৩ শতাংশ মানুষ। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ দশমিক ৬৮ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত