Ajker Patrika

নীলফামারী মেডিকেলে মুজিব কর্নার উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ১৮
নীলফামারী মেডিকেলে মুজিব কর্নার উদ্বোধন

নীলফামারীসহ বিভিন্ন মেডিকেল কলেজে মুজিব কর্নারের উদ্বোধন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন। গত রোববার দুপুরে নীলফামারী মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় প্রিন্সিপাল ডা. মো. রবিউল ইসলাম শাহের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডা. রোস্তম আলী আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী শাহিন, স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল মজিদ।

উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতা রজতজয়ন্তী উপলক্ষে নীলফামারী মেডিকেল কলেজর দ্বিতীয় তলায় মুজিব কর্নার চালু হলো। এখানে অবসর সময়ে ছাত্র/ছাত্রী বসে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনীর বই পড়ে জ্ঞান অর্জন ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত