Ajker Patrika

এক মাসেই ধসে পড়ল সেতুর গাইডওয়াল

হবিগঞ্জ ও চুনারুঘাট প্রতিনিধি
এক মাসেই ধসে পড়ল সেতুর গাইডওয়াল

হবিগঞ্জের চুনারুঘাটে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর গাইডওয়াল ও প্রতিরক্ষা খুঁটি এক মাসেই ভেঙে পড়েছে। সঙ্গে সড়কে বড় ফাটলও দেখা দিয়েছে। ভেঙে গেছে সড়কও। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি কাজে অনিয়ম ও দুর্নীতির কারণে মাস না পেরোতে এ অবস্থা হয়েছে।

উপজেলার জারুলিয়া উসমানপুর রাস্তায় ইছালিয়া সেতুর গাইডওয়াল ও প্রতিরক্ষা খুঁটি গত শুক্রবার ভেঙে পড়ে। গত রোববার বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক পরিদর্শনে যান উপজেলা প্রকৌশলী। পরে তিনি নতুন করে কাজ করার নির্দেশ দিয়েছেন ঠিকাদারকে।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে জারুলিয়া উসমানপুর রাস্তায় ইছালিয়া সেতু নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। কাজ পায় এম আলম কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান।

এক মাস আগে সেতুর নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত সপ্তাহে সেতুর সংযোগ সড়ক ও গাইডওয়াল এবং প্রতিরক্ষা খুঁটি স্থাপন করা হয়। কিন্তু এ সময় নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ রাখতে অনুরোধ করেন স্থানীয়রা। কিন্তু বাধা উপেক্ষা করে ঠিকাদার কাজ শেষ করেন। 
শুক্রবার মুষলধারে বৃষ্টি হলে সেতুর দুপাশে নির্মিত গাইডওয়াল ও প্রতিরক্ষা খুঁটি ভেঙে পড়ে। সঙ্গে বড় ফাটলও দেখা দিয়েছে। ভেঙে গেছে সড়কও। 
এ বিষয়ে জানতে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।

স্থানীয় গাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু নির্মল বলেন, ‘সেতু নির্মাণের সময় স্থানীয় লোকজন অনিয়ম ও নিম্নমানের কাজ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। কিন্তু প্রভাবশালী মহল কাজ চালিয়ে যায়। ফলে এমনটা হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদির লস্কর বলেন, ‘বিষয়টি জানার পর খবর নিয়েছি। কোনো অবস্থাতেই দুর্নীতি মেনে নেওয়া হবে না। পুনরায় মেরামত করতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি।’

উপজেলা প্রকৌশলী মো. আবুল বাকের বলেন, ‘বিষয়টি জানার পরই ঘটনাস্থল পরিদর্শন করি। অতিবৃষ্টির কারণে গাইডওয়াল ও প্রতিরক্ষা খুঁটি ধসে পড়েছে। ঠিকাদারকে পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত