Ajker Patrika

কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস পালন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৯
কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস পালন

কুড়িগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।

গতকাল সকালে দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ বর্ণাঢ্য শোভাযাত্রা, পুষ্পার্ঘ্য অর্পণ, গুণীজন সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়াম মাঠে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল ৯টায় স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন সেক্টরে মুক্তিযুদ্ধের স্বপক্ষে অবদান রাখার জন্য ৩৬ গুণী ব্যক্তিকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকুর সভাপতিত্বে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরপ্রতীক আব্দুল হাই সরকার, কুড়িগ্রাম পৌর সভার মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত