Ajker Patrika

মোল্লাহাট থেকে সাত শতাধিক শালিক উদ্ধার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ৪৭
মোল্লাহাট থেকে সাত শতাধিক শালিক উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের হাত থেকে উদ্ধার করে সাত শতাধিক শালিক পাখি অবমুক্ত করেছে মোল্লাহাট থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে মোল্লাহাট থানা চত্বরে ২০০ ও উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি থেকে ৫০০ শালিক পাখি অবমুক্ত করা হয়।

গত শনিবার রাতে উপজেলার রাজপাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কাকা মিয়ার বাড়ি থেকে সাত শতাধিক শালিক পাখি উদ্ধার করে। এ সময় পাখি শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়। তবে পাখি শিকারি পালিয়ে যান।

পাখি অবমুক্ত করার সময় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ মেহফুজ রচা, ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান শেখ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রচার সম্পাদক মো. মনিরুজ্জামান মোল্লা, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, ইউপি সদস্য হাদী ফরাজীসহ থানা-পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ির গোয়াল ঘর থেকে সাত শতাধিক শালিক পাখিসহ শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শিকারি পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত