Ajker Patrika

মাংস বিক্রির প্রচারে মিলল হারানো গরু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৫: ১৭
মাংস বিক্রির প্রচারে মিলল হারানো গরু

জয়পুরহাটের কালাই উপজেলার বামন গ্রামের মোফাজ্জল ফকিরের গরু চুরি হয় গত শুক্রবার দিবাগত রাতে। শনিবার এলাকাবাসীর কাছে শুনতে পান মোলামগাড়ীহাটের ছানোয়ার হোসেন ছানো গরুর মাংস বিক্রি করবেন ৫০০ টাকা কেজিতে। এ নিয়ে তাঁর সন্দেহ হলে সেখানে গিয়ে তাঁর চুরি হওয়া গরুর খোঁজ পান। তবে লোকজন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ছানোয়ার।

এ ঘটনায় গরুর মালিক মোফাজ্জল ফকির শনিবার রাতেই ছানোয়ারসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে কালাই থানায় মামলা করেন।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার বামন গ্রামের মোফাজ্জল ফকির শুক্রবার সাহ্‌রি খেয়ে গোয়ালঘরে গরু দেখে ঘুমিয়ে পড়েন। পরদিন শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে গরুকে খাবার দিতে যান। এ সময় গরু দেখতে না পেয়ে প্রতিবেশী ও আত্মীয়স্বজনকে জানিয়ে গরু খুঁজতে থাকেন। ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে লোকমুখে জানতে পারেন উপজেলার মোলামগাড়ীহাটের ছানোয়ার ৫০০ টাকা কেজিতে গরু মাংস বিক্রি করবেন। এ খবর শুনে মোফাজ্জল ফকির মোলামগাড়ীহাটে ছানোয়ারের বাড়িতে গিয়ে দেখতে পান তাঁর চুরি হওয়া প্রায় ৮০ হাজার টাকার গরুটি গোয়ালঘরে বেঁধে রেখেছেন। এ সময় লোকজন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ছানোয়ার পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, চোরাই হওয়া গরু উদ্ধার হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত