Ajker Patrika

টাঙ্গাইলে পৃথক অভিযানে পাঁচজন গ্রেপ্তার

টাঙ্গাইল সংবাদদাতা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ১৯
টাঙ্গাইলে পৃথক অভিযানে পাঁচজন গ্রেপ্তার

টাঙ্গাইলে পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর মধ্যে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির পাচার হওয়া দশ বস্তা চালসহ একজন, দশ কেজি গাঁজাসহ দুজন এবং ৯৮ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে র‍্যাব-১২ (সিপিসি-৩) টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গত সোমবার রাতে থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত র‍্যাবের পৃথক এ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বড়বেলতা গ্রামের মুকুল মণ্ডল (৪৯), শহরের কান্দাপাড়া এলাকার শংকর রবি দাস (৫০), সুশান্ত রবিদাস (২৭), ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর এলাকার মো. রুবেল (৩২) ও সাগরতলা এলাকার সুমন মিয়া (২২)।

আব্দুল্লাহ আল মামুন বলেন, সোমবার রাত সোয়া ১১টার দিকে পোড়াবাড়ী বাজারের একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে দশ বস্তা চালসহ মুকুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ রুবেল ও সুমন এবং শহরের কান্দাপাড়া এলাকায় ৯৮ লিটার দেশীয় চোলাই মদসহ শংকর ও সুশান্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় পৃথক মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত