Ajker Patrika

বিদেশে উচ্চশিক্ষা: এমওএফএ তাইওয়ান বৃত্তি, আবেদন করুন এখনই

জুবায়ের আহম্মেদ
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৪৬
বিদেশে উচ্চশিক্ষা: এমওএফএ তাইওয়ান বৃত্তি, আবেদন করুন এখনই

তাইওয়ান স্কলারশিপ প্রোগ্রাম হলো একটি যৌথ উদ্যোগ, যা ২০০৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় (এমওএফএ), শিক্ষা মন্ত্রণালয় (এমওই), অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় (এমওইএ) এবং ন্যাশনাল সায়েন্স কাউন্সিল (এনএসসি) দ্বারা চালু করা হয়েছিল। ২০১১ সালে চীনের শতবার্ষিকীতে তাইওয়ান স্কলারশিপ প্রোগ্রামটি এমওএফএ তাইওয়ান স্কলারশিপ প্রোগ্রাম এবং এমওই তাইওয়ান স্কলারশিপ প্রোগ্রামে রূপান্তর করা হয়। 

এমওই তাইওয়ান স্কলারশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের তাইওয়ানে একাডেমিক ডিগ্রি অর্জন করতে এবং তাইওয়ানের একাডেমিক পরিবেশ সম্পর্কে তাদের বোঝাপড়াকে আরও গভীর করতে উৎসাহিত করে চলেছে। ফলে তাইওয়ান এবং তাদের নিজ দেশগুলোর মধ্যে আদান-প্রদান এবং বন্ধুত্ব গড়ে তুলছে। এমওএফএ তাইওয়ান স্কলারশিপ নীতিগতভাবে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়।

তবে অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্যও বিশেষ বিবেচনা করা যেতে পারে। 

যেসব প্রোগ্রামে বৃত্তি দেওয়া হয়

  • নন-ডিগ্রি ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ ইনরিচমেন্ট প্রোগ্রাম (এলইপি): আবেদনকারী প্রার্থীরা সর্বোচ্চ এক বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজের সঙ্গে অধিভুক্ত ম্যান্ডারিন-শিক্ষাপ্রতিষ্ঠানে এলইপি নিতে পারেন। 
  • ডিগ্রি প্রোগ্রাম: শিক্ষার্থীরা যেকোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারেন, যার ফলে আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর বা ডক্টরাল ডিগ্রি নিতে পারবেন। 

বৃত্তি দেওয়ার সময়কাল 

  • নন-ডিগ্রি এলইপি: এক বছর। 
    ডিগ্রি প্রোগ্রাম: 
  •  স্নাতক প্রোগ্রাম: সর্বোচ্চ চার বছর 
  • মাস্টার্স প্রোগ্রাম: সর্বোচ্চ দুই বছর
  • ডক্টরাল প্রোগ্রাম: সর্বোচ্চ চার বছর

সুবিধা

  • বসবাসের জন্য মাসিক ৯০ হাজার টাকার মতো উপবৃত্তি। 
  • ডিগ্রি প্রোগ্রামের জন্য ১ লাখ টাকার ওপরে মাসিক উপবৃত্তি। 
  • তাইওয়ান থেকে সরাসরি ফ্লাইটের জন্য ওয়ানওয়ে, ইকোনমি-ক্লাস বিমানের টিকিট। 

যোগ্যতা

  • উচ্চমাধ্যমিক সম্পন্নকারী কিংবা তার ওপরের ডিগ্রিধারী।
  • চমৎকার একাডেমিক রেকর্ড, ভালো নৈতিক চরিত্রের অধিকারী এবং কোনো অপরাধমূলক রেকর্ড নেই এমন প্রার্থী। 
  • চীন প্রজাতন্ত্রের (তাইওয়ান) নাগরিক নয়। 
  • বিদেশি বসবাসকারী স্বদেশি শিক্ষার্থী আবেদন করতে পারবেন না।
  • তাইওয়ানের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একই স্তরের ডিগ্রি বা এলইপি যেটির জন্য তিনি আবেদন করতে চান তা আগে করেননি। 
  • স্কলারশিপ গ্রহণের সময় একটি বিদেশি বিশ্ববিদ্যালয়/কলেজ এবং তাইওয়ানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কোনো সহযোগিতা চুক্তির মাধ্যমে বিনিময়ের শিক্ষার্থী এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না। 

আবেদনের শেষ সময় ৩১ মার্চ, ২০২৩। আবেদনের লিংক

অনুবাদ: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত