Ajker Patrika

নির্বাচন ঘিরে সরগরম আ.লীগ

জামালপুর প্রতিনিধি
নির্বাচন ঘিরে সরগরম আ.লীগ

তফসিল ঘোষণার পর থেকে জামালপুর জেলা পরিষদের নির্বাচন নিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের একাধিক নেতা। এই নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে দল ও ভোটারদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। নিজেদের পছন্দের প্রার্থী নিয়ে প্রচারে নেমেছেন নেতা-কর্মীরা। অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন।

এদিকে দলীয় সূত্র বলছে, নির্বাচনে চেয়ারম্যান পদে এখনো কাউকে মনোনীত করা হয়নি। দল সিদ্ধান্ত দেওয়ার আগে নির্বাচনে অংশ নিতে যে কেউ নিজেকে প্রার্থী ঘোষণা দিতেই পারেন। তবে বিএনপি, জাতীয় পার্টি বা বাম দলগুলো রয়েছে আলোচনার বাইরে।

আগামী ১৭ অক্টোবর জামালপুর জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জোর তৎপরতা চালাচ্ছেন। মনোনয়নপ্রত্যাশীদের কেউ কেউ ইতিমধ্যে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। অনেকেই আবার সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা প্রার্থীদের ছবি ব্যবহার করে প্রচার চালাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা হলেন গতবারের পরাজিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জাহিদ আনোয়ার, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আমানউল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও কেন্দ্রীয় যুবলীগের নেতা মীর শরিফুল ইসলাম লেলিন।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী আবার জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। ফারুক আহম্মেদ চৌধুরী বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে তাঁর নেতা-কর্মীরা প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি প্রচার চালাচ্ছেন। তবে দলের একটি অংশ মনে করছে ফারুক আহম্মেদ চৌধুরী জেলা পরিষদে থেকে গেলে তিনি আর জামালপুর সদর-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হতে পারবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফারুক আহম্মেদ চৌধুরী নিজেকে সদর আসনে প্রার্থী বলেও ঘোষণা দেন।

এদিকে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামালপুর আওয়ামী লীগে প্রকাশ্যে কোনো কোন্দল দেখা না গেলেও ভেতরে রয়েছে মতোবিরোধ। জেলা পরিষদের নির্বাচনকে ঘিরে দলের ভেতরে নিজেদের প্রার্থিতা নিয়ে শক্ত অবস্থান সৃষ্টির চেষ্টা চলছে। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকীবিল্লাহ্ কিংবা সহসভাপতি অ্যাডভোকেট আমানউল্লাহ্ আকাশ—এই দুজনের একজন দলীয় মনোনয়ন পাবেন বলে গুঞ্জন উঠেছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ডল বলেন, নির্বাচনে প্রার্থী চূড়ান্ত নিয়ে এখনো দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দলের পরীক্ষিত অনেকেই প্রার্থী হতে চাইছেন।

এদিকে সরকারদলীয় প্রার্থী ছাড়া অন্য কোনো দল এ নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও জানা গেছে। বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

জেলা জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মানিক বলেছেন, এই সরকারের অধীনে জাতীয় পার্টি নির্বাচন বয়কট করেছে। জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত