Ajker Patrika

দোকানে তদারকি চান ক্রেতারা

রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৫: ১৩
দোকানে তদারকি চান ক্রেতারা

ঈদ সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের আগমনে মুখর থাকছে বিপণিবিতানগুলো।

ব্যবসায়ীরা বলছেন, সৈয়দপুর ছাড়াও আশপাশের উপজেলা থেকে এখানে লোকজন কেনাকাটা করতে আসছেন। বেচাকেনাও ভালো হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, আগের চেয়ে বেড়েছে সব কাপড়ের দাম। এ ক্ষেত্রে বিপণিবিতানে তদারকি না থাকাকেই দায়ী করেন তাঁরা। তাঁদের চাওয়া, প্রশাসন যে নিয়মিত অভিযান পরিচালনা করে।

শহর ঘুরে দেখা গেছে, ঈদের দিন যত ঘনিয়ে আসছে, বিভিন্ন ফুটপাত ও বিপণিবিতানে ভিড় তত বাড়ছে। বিশেষ করে নারী ও শিশুদের কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তাঁরা পছন্দমতো পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন।

সৈয়দপুর শিল্পসাহিত্য সংসদ সুপার মার্কেটে কেনাকাটা করতে আসা স্কুলশিক্ষক রোখসানা খাতুন বলেন, ‘গত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারিনি। ভেবেছিলাম এবার আগেভাগে কাজ সেরে ফেলব। কিন্তু ঈদ বোনাস পেতে দেরি হওয়ায় কেনাকাটা করতে বিলম্ব হলো। নিজের, ছেলেমেয়ে ও আত্মীয়স্বজনের জন্য শপিং করব।’

সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে কথা হয় কলেজছাত্রী মিথিলা পারভীনের সঙ্গে। তিনি জানান, নিজের ও ছোট বোনের জন্য থ্রি-পিস নিয়েছেন। অন্য বছরের তুলনায় এ বছর পোশাকের দাম বেশি। এ ছাড়া বিপণিবিতান ভেদেও দামের বেশ পার্থক্য রয়েছে। কিন্তু কী আর করার আছে। ঈদে তো কেনাকাটা করতেই হবে। তাই বেশি দাম হলেও নিতে হয়েছে।

দোকানিরা জানান, এবার ঈদে ইন্ডিয়ান সাহারা জর্জেট, ডায়মন্ড, বিনয়, কাঁচাবাদাম, লাচ্ছা, বিবাগ, লং স্কার্ট, পাখি লেহেঙ্গা, ঐশ্বরিয়ার ময়ূরী ড্রেস আর পাকিস্তানি বারিস, খুবসুরত, কটি, শাহজাদি ইত্যাদি ডিজাইনের পোশাক এনেছেন। এসব পোশাক কাপড় ভেদে ২ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

পৌর মার্কেটের আশা কাপড় বিপণির বিক্রয়কর্মী মো. রাজু ও ইলিয়াস হোসেন জানান, ক্রেতারা নিত্যনতুন নকশার পোশাক কিনছেন। তাঁদের দোকানে সিল্ক, বেনারসি, টাঙ্গাইল প্রিন্ট, জামদানি ও কাতান শাড়ির পাশাপাশি থ্রি-পিস, লং থ্রি-পিস, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, ছিট কাপড়, গ্যাবার্ডিন প্যান্ট, হাফ শাট, ফতুয়া ও পাঞ্জাবি বিক্রি হচ্ছে। দাম ৬০০ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত।

পাশের এহসান ফ্যাশনের স্বত্বাধিকারী মো. এহসান হোসেন বলেন, ‘করোনার কারণে দুই বছর ঈদে কেনাবেচা তেমন হয়নি। কিন্তু এবার রমজানের শুরু থেকেই বিক্রি বেড়েছে। আশা করছি, এই ঈদে বিক্রি অনেক ভালো হবে।’

দাম নিয়ন্ত্রণের বিষয়ে যোগাযোগ করা হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর উপসহকারী পরিচালক শামসুল আলম আজকের পত্রিকাকে জানান, বিপণিবিতানগুলোতে অভিযান পরিচালনা করা হবে। কোনো দোকানদার অতিরিক্ত দামে কাপড় বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শহরে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘বর্তমান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। আমরা জনগণের জানমাল রক্ষার জন্য সব সময় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এই ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন বিপণিবিতান, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সব সময় টহল দিচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত