Ajker Patrika

ভেন্টিলেশনে অভিনেতা জামালউদ্দিন

ভেন্টিলেশনে অভিনেতা জামালউদ্দিন

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা জামালউদ্দিন হোসেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জামালউদ্দিন হোসেনের কানাডাপ্রবাসী ছেলে তাশফিন হোসেন এ খবর নিশ্চিত করেছেন। 

অনেক বছর হলো অভিনেতা জামালউদ্দিন হোসেন যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। সেখান থেকে মাঝেমধ্যে আসতেন দেশে। কদিন আগে যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে কানাডার ক্যালগিরিতে ছেলে তাশফিন হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জামালউদ্দিন হোসেন। গত বুধবার হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তাঁর ইউরিন ইনফেকশন হয়েছে। সোমবার সকালে চিকিৎসকেরা জানান, জামালউদ্দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। একপর্যায়ে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে সমস্যা হলে চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন।

অভিনেতার ছেলে তাশফিন হোসেন জানিয়েছেন, গত সোমবার সকালে জামালউদ্দিন হোসেনকে ক্যালগিরির রকি ভিউ হাসপাতালের ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর আগেও অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে নিতে হয়েছে। এবার তাঁর শরীরে এমন এক ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা দ্রুত ফুসফুসে ছড়িয়ে নিউমোনিয়া হয়ে গেছে। বয়স ও শারীরিক অবস্থার কারণে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। 
তাশফিন আরও জানিয়েছেন, জামালউদ্দিন হোসেনের বয়স এখন ৮১। আগে তাঁর দুবার স্ট্রোক হয়েছে। এ ছাড়া কোভিডের সময় তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছিল। চিকিৎসা শেষে তিনি স্বাভাবিক জীবনে ফিরলেও মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়েন। 

সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। ১৯৭৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ে কাজ করেছেন। ১৯৯৭ সালে নিজেই নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল নামের নাট্যদল গড়ে তোলেন। দীর্ঘ অভিনয়জীবনে ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজা রাণী’, ‘চাঁদ বণিকের পালা’, ‘আমি নই’, ‘বিবি সাহেব’, ‘যুগলবন্দী’সহ বেশ কিছু নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি। অভিনয় করেছেন অসংখ্য টিভি ও মঞ্চনাটকে। ১৯৭৫ সালে অভিনেত্রী রওশন আরা হোসেনকে বিয়ে করে সংসারজীবন শুরু করেন। জামালউদ্দিন হোসেনের ছেলে তাশফিন হোসেন কানাডার মাউন্ট রয়্যাল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক। মেয়ে পরিবার নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত