Ajker Patrika

যুবদলের ১০ নেতা-কর্মীর জামিন

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ২৩
যুবদলের ১০ নেতা-কর্মীর জামিন

বরগুনায় জেলা যুবদলের গণ অনশন কর্মসূচিতে পুলিশের কাজে বাঁধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ১০ জন নেতা–কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার সকালে বরগুনার মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম জামিন মঞ্জুরের এ আদেশ দেন।

এর আগে গত ২০ নভেম্বর সকালে জেলা যুবদলের গণ অনশন চলাকালে বরগুনা জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতিসহ ৬ জনকে আটক করে পুলিশ। এরপর আরও ৪ জনকে আটক করে পুলিশের কাজে বাঁধা ও হত‍্যাচেষ্টা মামলা করেন পুলিশের সহকারী উপপরিদর্শক রেজউল করিম।

জামিনপ্রাপ্তরা হলেন বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুজ্জামান ওয়াসিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পাথরঘাটা পৌর যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান সোহাগ ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম রুবেল, জহিরুল ইসলাম সিহাব, মিজানুর রহমানসহ ১০ জন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল ওয়াসি মতিন ও আহসান হাবিব স্বপন জানান, আদালত সন্তুষ্ট হয়ে সবার জামিন দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিস্তল দিয়ে বাবলার পিঠে এলোপাতাড়ি গুলি করে মুহূর্তেই সটকে পড়ে মুখোশধারীরা

পাঁচ শরিয়াহ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহকের আমানত কী নিরাপদ, যা জানালেন গভর্নর

গভীর রাতে পিনাকীর বাড়ির সামনে আগুন জ্বেলে মোবাইল ফোনে ছবি তুলে চলে গেল দুই যুবক

নেছারাবাদে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জুলাই বিপ্লবওয়ালারা ঐক্যবদ্ধভাবে নতুন সংবিধান চাইলে, সেটাই হতো: অ্যাটর্নি জেনারেল

এলাকার খবর
Loading...