Ajker Patrika

প্রেমে বাধা, অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি-ঘুষি মেরে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২: ৪৫
প্রেমে বাধা, অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি-ঘুষি মেরে হত্যা

অন্য নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে কলহের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ১৯ জুলাই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। গত রোববার অভিযুক্ত স্বামী মো. ফেরদৌসকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর। তিনি আরও জানান, মামলার পরিপ্রেক্ষিতে গত রোববার মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন বেগুন টিউরী এলাকা থেকে ফেরদৌসকে গ্রেপ্তার করে সিআইডি।

মুক্তা ধর বলেন, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর ২০১৪ সালে বিয়ে করেছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একই এলাকার বাসিন্দা মালেকা আক্তার ও মো. ফেরদৌস আহমেদ। পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে তাঁদের। দুই বছর আগে মানিকগঞ্জ সদরে এক নারীর সঙ্গে ফেরদৌসের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মালেকা জানতে পারলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। মালেকা ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ৈ ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ওই দম্পতির মধ্যে আবারও কলহের সৃষ্টি হয়। কলহের একপর্যায়ে ফেরদৌস অন্তঃসত্ত্বা মালেকার পেটে উপর্যুপরি লাথি-ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। অবস্থা আশঙ্কাজনক দেখে ফেরদৌস চিকিৎসার কোনো ব্যবস্থা না করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন মালেকাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পল্লিচিকিৎসককে ডেকে নিয়ে আসেন। তিনি মালেকাকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত