Ajker Patrika

আটঘরিয়ায় সরিষার আবাদে খুশি কৃষক

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ৫৬
আটঘরিয়ায় সরিষার আবাদে খুশি কৃষক

পাবনার আটঘরিয়া উপজেলায় সরিষা আবাদে খুশি কৃষক। তাঁদের জমিতে চাষ দিতে হয়নি। এতে বাড়তি খরচও হয়নি। এই পদ্ধতিতে তিন ফসলি জমি থেকে বাড়তি ফসল হিসেবে সরিষা উৎপাদনে আশার আলো দেখছেন। এই পদ্ধতিতে সরিষা চাষ করে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬টি ব্লকে দুই জাতের বিনা চাষে সরিষা আবাদ করা হয়েছে। মোট সরিষা চাষ করা হয়েছে ২ হাজার ৩২০ হেক্টর জমিতে। চাষ করে আবাদ হয়েছে ৬১৫ হেক্টর জমিতে এবং বিনা চাষে সরিষা আবাদ করা হয়েছে ১৭৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৩৫৩ মেট্রিক টন।

আটঘরিয়া পৌরসভা সদর ধলেশ্বর (কেরানির ঢাল) ব্লকে বিনা চাষে সরিষার আবাদ করেছেন আবু দাউদ। তিনি বলেন, তিনি এ বছর চলতি মৌসুমে পাঁচ বিঘা জমিতে বিনা চাষে সরিষা চাষ করেছেন। এতে খরচ হয়েছে ১০ হাজার টাকা। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে ফলন ভালো হওয়ার আশা করছেন তিনি। তিনি আরও বলেন, প্রতি বিঘা জমিতে চার থেকে পাঁচ মণ করে ফলন হবে। এতে তাঁর ৪৫ থেকে ৫০ হাজার টাকা লাভ হবে।

আটঘরিয়ার উপজেলার পৌরসভার উত্তরচক মহল্লার আদর্শ কৃষক আব্দুল খালেক বলেন, এই পদ্ধতিতে উৎপাদন ব্যয় কম হবে বলে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। এই পদ্ধতি এখন কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি এ বছর বারি সরিষা-১১, বারি সরিষা-১৪ ও টোরি-৭ জাতে সরিষার আবাদ করেছেন।

আটঘরিয়া উপজেলার হাজিপাড়া গ্রামের কৃষক মো. দুলাল হোসেন মৃধা বলেন, ‘কৃষক আব্দুল খালেকের দেখানো পদ্ধতিতে সরিষা চাষ দেখে আমি নিজেও ৩ বিঘা জমিতে সরিষার চাষ করেছি। এতে উৎপাদন খরচ যেমন কম হয় তেমনি ফলনও অনেক ভালো।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ বলেন, আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগ পর্যন্ত আটঘরিয়া উপজেলায় বিপুল পরিমাণ জমি অনাবাদি হয়ে পড়ে থাকে। এই সময়টা কাজে লাগিয়ে বাড়তি ফসল হিসেবে টরি-৭, বিনা চাষে সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে স্থানীয় কৃষি বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত