Ajker Patrika

পণ্ডিত হলেই বুদ্ধিজীবী বলা যায় না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৯: ০২
পণ্ডিত হলেই বুদ্ধিজীবী বলা যায় না

শুধু প্রাতিষ্ঠানিক লেখাপড়া থাকলেই কিংবা শিক্ষাগত পদবির ভিত্তিতে কাউকে বুদ্ধিজীবী বলা যায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বুদ্ধিজীবীদের তালিকা করার আগে কাদের বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হবে, তা ঠিক করা দরকার জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘শুধু লেখাপড়া জানলে, পণ্ডিত মানুষ হলেই বুদ্ধিজীবী বলা যায় না। অনেক জ্ঞানী, অধ্যাপক বা কেউ ভাইস চ্যান্সেলর হলেই তাকে বুদ্ধিজীবী বলা যাবে না। এমন অনেকেই আছে, যাদের বুদ্ধিজীবী বলা যায় না।’

বুদ্ধিজীবী হতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতে হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘যে তালিকা আছে, সে অনুযায়ী খোঁজ নেব, কারা তাকে চেনে, তার কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে। অনেকেই পাকিস্তানিদের সমর্থন দিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে মারা গেছে, তাদের কি শহীদ বলা যাবে?’

আগামী ২৬ মার্চ মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার আশা ব্যক্ত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরের ৩০ বছরই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হয়নি। আমি অনেকের কাছে আহ্বান জানিয়েছি—আপনাদের কারও কাছে যদি প্রাথমিক তালিকা থাকে, সেটা ধরে কাজ করব। কিন্তু একটু যাচাই-বাছাইয়ের প্রয়োজন হবে। তবে আশা করছি, আগামী ২৬ মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রণয়ন করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত