নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্লাসের দোকানে কাজ করতেন সুমন (২৯)। গ্লাস কাটার মিস্ত্রি হিসেবে এলাকায় সবাই তাঁকে একনামে চেনে গ্লাস সুমন নামে। পরে এলাকায় ‘গ্লাস কোম্পানি’ নামে একটি চক্র গড়ে তোলেন তিনি। ওই দলের সব সদস্যই তাঁর হাতে মার খেয়ে দলে নাম লিখিয়েছেন। র্যাব বলছে, দীর্ঘদিন গ্লাস কোম্পানির রয়েছে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ। গ্লাস সুমনের নামে পাঁচটি মামলা থাকলেও তিনি হত্যা মামলার আসামি হলেন এই প্রথম।
গত রোববার রাতে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সায়মন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমন ও তাঁর চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-১০।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার খন্দকার আল মঈন জানান, সায়মন হত্যার মূল হোতা সুমন। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার অন্য আসামিরা হলেন, সোহাগ ওরফে লম্বু সোহাগ, শরিফ গরিব, জনি ওরফে হর্স পাওয়ার জনি ও হারুন। তাঁদের কাছ থেকে হত্যার কাজে ব্যবহার করা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
র্যাব জানিয়েছে, গ্লাসের দোকানে কাজ করার সময় ভাঙা গ্লাস দিয়ে বিভিন্ন সময় মানুষের ওপর আক্রমণ করে জখম করতেন সুমন। এভাবেই এলাকায় গ্লাস সুমন হিসেবে পরিচিতি পান তিনি। তাঁর দলের সদস্য ১২-১৫ জন বলে জানানো হয়েছে ওই সংবাদ সম্মেলনে। এতে বলা হয়, গ্রেপ্তার সুমন হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। এ ছাড়া হত্যাকাণ্ডে সশরীরে উপস্থিত থেকে নিহত সায়মনের রগ কাটেন।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কিছুদিন আগে মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য দেওয়াকে কেন্দ্র করে গ্লাস কোম্পানির সঙ্গে সায়মনের শত্রুতা শুরু হয়। ওই তথ্যের ভিত্তিতে চক্রের কয়েকজনকে গ্রেপ্তারও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে গ্লাস সুমন ও তাঁর সহযোগীরা সায়মনকে উচিত শিক্ষা দিতেই হাত-পায়ের রগ কেটে তাঁকে হত্যা করেন।
র্যাব জানায়, প্রতিহিংসার বশবর্তী হয়ে সায়মনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের সন্দেহ ছিল সায়মনের দেওয়া তথ্যের ভিত্তিতেই সুমনের বাহিনীর কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ জন্য ঘটনার কয়েক দিন আগে বালুরচর মুক্তিরবাগ বালুর মাঠে বসে সায়মনকে হত্যার পরিকল্পনা করা হয়। গ্লাস সুমনের নেতৃত্বে হত্যাকাণ্ডের চূড়ান্ত পরিকল্পনায় চক্রের পাঁচ-ছয়জন সদস্য অংশ নেন।
পরিকল্পনা অনুযায়ী গত শনিবার গ্লাস সুমন সিন্ডিকেটের সদস্যরা সায়মনকে বাসা থেকে ডেকে নিয়ে যান পশ্চিম ভাগনা এলাকায়। সেখানে গ্লাস সুমনের নেতৃত্বে সাত থেকে আটজন ৩০ মিনিটের কিলিং মিশনে অংশ নেন। সায়মনের হাত ও পায়ের রগ কেটে দেয় হত্যাকারীরা। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাঁরা পালিয়ে যান।
গ্লাসের দোকানে কাজ করতেন সুমন (২৯)। গ্লাস কাটার মিস্ত্রি হিসেবে এলাকায় সবাই তাঁকে একনামে চেনে গ্লাস সুমন নামে। পরে এলাকায় ‘গ্লাস কোম্পানি’ নামে একটি চক্র গড়ে তোলেন তিনি। ওই দলের সব সদস্যই তাঁর হাতে মার খেয়ে দলে নাম লিখিয়েছেন। র্যাব বলছে, দীর্ঘদিন গ্লাস কোম্পানির রয়েছে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ। গ্লাস সুমনের নামে পাঁচটি মামলা থাকলেও তিনি হত্যা মামলার আসামি হলেন এই প্রথম।
গত রোববার রাতে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সায়মন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমন ও তাঁর চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-১০।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার খন্দকার আল মঈন জানান, সায়মন হত্যার মূল হোতা সুমন। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার অন্য আসামিরা হলেন, সোহাগ ওরফে লম্বু সোহাগ, শরিফ গরিব, জনি ওরফে হর্স পাওয়ার জনি ও হারুন। তাঁদের কাছ থেকে হত্যার কাজে ব্যবহার করা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
র্যাব জানিয়েছে, গ্লাসের দোকানে কাজ করার সময় ভাঙা গ্লাস দিয়ে বিভিন্ন সময় মানুষের ওপর আক্রমণ করে জখম করতেন সুমন। এভাবেই এলাকায় গ্লাস সুমন হিসেবে পরিচিতি পান তিনি। তাঁর দলের সদস্য ১২-১৫ জন বলে জানানো হয়েছে ওই সংবাদ সম্মেলনে। এতে বলা হয়, গ্রেপ্তার সুমন হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। এ ছাড়া হত্যাকাণ্ডে সশরীরে উপস্থিত থেকে নিহত সায়মনের রগ কাটেন।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কিছুদিন আগে মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য দেওয়াকে কেন্দ্র করে গ্লাস কোম্পানির সঙ্গে সায়মনের শত্রুতা শুরু হয়। ওই তথ্যের ভিত্তিতে চক্রের কয়েকজনকে গ্রেপ্তারও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে গ্লাস সুমন ও তাঁর সহযোগীরা সায়মনকে উচিত শিক্ষা দিতেই হাত-পায়ের রগ কেটে তাঁকে হত্যা করেন।
র্যাব জানায়, প্রতিহিংসার বশবর্তী হয়ে সায়মনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের সন্দেহ ছিল সায়মনের দেওয়া তথ্যের ভিত্তিতেই সুমনের বাহিনীর কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ জন্য ঘটনার কয়েক দিন আগে বালুরচর মুক্তিরবাগ বালুর মাঠে বসে সায়মনকে হত্যার পরিকল্পনা করা হয়। গ্লাস সুমনের নেতৃত্বে হত্যাকাণ্ডের চূড়ান্ত পরিকল্পনায় চক্রের পাঁচ-ছয়জন সদস্য অংশ নেন।
পরিকল্পনা অনুযায়ী গত শনিবার গ্লাস সুমন সিন্ডিকেটের সদস্যরা সায়মনকে বাসা থেকে ডেকে নিয়ে যান পশ্চিম ভাগনা এলাকায়। সেখানে গ্লাস সুমনের নেতৃত্বে সাত থেকে আটজন ৩০ মিনিটের কিলিং মিশনে অংশ নেন। সায়মনের হাত ও পায়ের রগ কেটে দেয় হত্যাকারীরা। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাঁরা পালিয়ে যান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫