Ajker Patrika

সম্ভাব্যতা যাচাইয়ে প্রকৌশলীরা

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৩: ২৮
সম্ভাব্যতা যাচাইয়ে প্রকৌশলীরা

সাতক্ষীরা পৌরসভার রইচপুরে স্থাপিত হতে যাচ্ছে উন্নতমানের ক্রীড়া কমপ্লেক্স। এই স্থানের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গতকাল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী মো. শফিকুল ইসলাম এবং প্রকল্প প্রকৌশলী জনাব মো. ছরোয়ার হোসেন পরিদর্শনে আসেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ হ‌ুমায়ূন কবির জানান, ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য মাসিক প্রতিবেদনে সাতক্ষীরা জেলায় একটি উন্নতমানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোরালো আবেদন করেছিলেন। আবেদনটি প্রধানমন্ত্রী গ্রহণ করেন এবং জাতীয় ক্রীড়া পরিষদকে সরেজমিনে পরিদর্শন করে স্থান নির্ধারণ এবং উন্নতমানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। সে প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন প্রকৌশলী এসেছিলেন।

জেলা প্রশাসক আরও জানান, ‘সাতক্ষীরা জেলাতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, স্প্রিন্ট ট্রাক, জিমনেসিয়াম, সুইমিংপুল, ইনডোর স্টেডিয়াম, শুটিং রেঞ্জসহ ক্রীড়ার সকল সুবিধা সম্পন্ন একটি উন্নত মানের ক্রীড়া কমপ্লেক্স তৈরির জন্য খসড়া নকশা নিয়ে প্রকৌশলীরা আমার সঙ্গে কথা বলেছেন। এই কমপ্লেক্স নির্মাণে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘চিটাংঅর মইদ্যে সরোয়াইজ্জা মরিব’— ফোনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের চেলা রায়হানের হুমকি

বিএনপি মহাসচিবকে ফোন করে বলেছিলাম, আমরা একটু আলোচনায় বসি: জামায়াত নেতা তাহের

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং, স্থান পানের বরজ

অনশনরত আমজনতার তারেকের প্রতি সংহতি জানাল বিএনপি

এলাকার খবর
Loading...