Ajker Patrika

সাব্বির-রূপার প্রথম দ্বৈত গান

সাব্বির-রূপার প্রথম দ্বৈত গান

অনেক আগে থেকেই সাব্বির জামানের গায়কির ভক্ত তরুণ কণ্ঠশিল্পী আফরোজা রূপা। ক্যারিয়ারের শুরু থেকেই তাই চাইছিলেন সাব্বিরের সঙ্গে দ্বৈত গান গাইতে। এবার সত্যি হয়ে ধরা দিল রূপার সেই স্বপ্ন। ‘আমরা দুজন পাখির কুজন’ শিরোনামের একটি দ্বৈত গান গাইলেন সাব্বির ও রূপা। গানটি লিখেছেন লুৎফর হাসান, সুর ও সংগীত করেছেন শান সায়েক। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাফাত।

আফরোজা রূপা বলেন, ‘ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার সময় থেকেই সাব্বির ভাইয়ের গান শুনছি। এরপর বিভিন্ন লাইভ শোতে তাঁর গান শুনেছি। এবার নিজে গাইলাম তাঁর সঙ্গে। এ অভিজ্ঞতা সত্যিই আনন্দের। খুব ভালো একটি গান হয়েছে। আর লুৎফর ভাইয়ের লেখনী সত্যিই দারুণ! গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’

সাব্বির জামান বলেন, ‘রূপার সঙ্গে এটাই আমার প্রথম দ্বৈত গান। গানের কথা ও সুর মুগ্ধ করবে শ্রোতাদের। খুব ভালো গেয়েছে রূপা। আমার মনে হয় সে সংগীতাঙ্গনে অনেক দূর যাবে।’
শিগগিরই ধ্রব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাবে সাব্বির-রূপার প্রথম দ্বৈত গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত