Ajker Patrika

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১০: ৪৮
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

২০২১ সালের প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে ‘বহুনির্বাচনি প্রশ্ন’ নিয়ে আলোচনা করব।

১। খ্রিস্টপূর্ব কত অব্দের পূর্বে নতুন প্রস্তর যুগের সূচনা হয়?

ক. ৬০০০ অব্দ খ. ৭০০০ অব্দ

গ. ৮০০০ অব্দ ঘ. ৯০০০ অব্দ

২। নিম্ন প্রাচীন যুগে মানুষ বাস করত—

i. পাহাড়ের গুহায়

ii. শিকারের উপযোগী খোলা জায়গায়

iii. পানি সরবরাহের উৎসের কাছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের নৃতাত্ত্বিক পরিচয় কোনটি?

ক. বাংলাদেশি খ. বাঙালি

গ. মঙ্গোলীয় ঘ. ভারতীয়

৪। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৭৫৭ সালে খ. ১৮৩২ সালে

গ. ১৮৫৭ সালে ঘ. ১৮৭৪ সালে

৫। কত শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে?

ক. ১৯৫৫-৫৬ শিক্ষাবর্ষে

খ. ১৯৫৬-৫৭ শিক্ষাবর্ষে

গ. ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে

ঘ. ১৯৫৮-৫৯ শিক্ষাবর্ষে

৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

ক. এ কে নাজমুল করিম

খ. ড. পেরি বেসাইনি

গ. অজিত কুমার সেন

ঘ. বিনয় কুমার সরকার

৭। সমাজবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান হিসেবে স্বীকৃত?

ক. প্রায়োগিক খ. মানবতাবাদী

গ. কল্যাণমূলক ঘ. উদ্ঘাটনশীল

৮। বাংলাদেশে আনুষ্ঠানিক সমাজবিজ্ঞান চর্চার সূত্রপাত ঘটে কীভাবে?

ক. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে

খ. মধ্যবিত্ত বুদ্ধিজীবীগোষ্ঠীর বিকাশের ফলে

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে

ঘ. ইউনেসকোর অবকাঠামোগত সহযোগিতায়

৯। বাংলাদেশের সমাজের চমৎকার বিবরণ আছে–

i. ‘আইন-ই-আকবরি’ গ্রন্থে

ii. ‘মঙ্গলসূত্র’ গ্রন্থে

iii. চর্যাপদ গ্রন্থে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। মার্ক্সবাদী বাঙালি সমাজবিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন–কার্ল মার্ক্স

i. সুশোভন সরকার

ii. গোপাল হালদার

iii. বিনয় ঘোষ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১। ইংরেজরা ভারতবর্ষের ক্ষমতা দখল করে–

ক. পলাশীর যুদ্ধের প্রহসনের মাধ্যমে

খ. বাণিজ্যিক কুঠি স্থাপনের মধ্য দিয়ে

গ. বক্সারের যুদ্ধে বিজয় লাভ করে

ঘ. মোগল বাদশাহর ফরমান অনুসারে

১২। ইংরেজ শাসনের প্রভাবে ভারতীয় সমাজব্যবস্থায় পরিলক্ষিত সংস্কার হচ্ছে–

i. বিধবা বিবাহ চালু

ii. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ

iii. জমিদারি প্রথার বিলোপ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ.i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩। সমাজবিজ্ঞানের পঠন-পাঠন ও গবেষণা করার ক্ষেত্র হচ্ছে–

i. ব্যক্তির পারস্পরিক সম্পর্ক

ii. গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক

iii. প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. ii, iii ঘ. i, ii ও iii

১৪। বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম হওয়ার যৌক্তিক কারণ কী?

ক. সমস্যাবহুল দেশ হওয়ায়

খ. বৈচিত্র্যপূর্ণ সামাজিক স্তর বিন্যাস থাকায়

গ. বৈচিত্র্যময় সমাজকাঠামোর জন্য

ঘ. সমাজবিজ্ঞানের তত্ত্ব প্রয়োগের ক্ষেত্র থাকায়

১৫। ভারতীয় উপমহাদেশে সমাজচিন্তা-সম্পর্কিত প্রথম আলোচনা দেখা যায় কার রচনায়?

ক. বাৎসায়নের খ. কৌটিল্যের

গ. আল-বেরুনির

ঘ. আবুল ফজলের

১৬। সর্বাধিক সংখ্যক লোকের জন্য সর্বাধিক সুখ–মতটি কার?

ক. রবার্ট ওয়েন

খ. চার্লস ফুয়েরে

গ. বেন্থাম ঘ. কেউ নয়।

১৭। ‘খাদ্য সংগ্রহ অর্থনীতি’ আলোচনা করলে কোন যুগের চিত্র ভেসে ওঠে?

ক. প্রাচীন প্রস্তর যুগ

খ. নতুন প্রস্তর যুগ

গ. লৌহ যুগ ঘ. তাম্র যুগ

১৮। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষের পরিচয় হলো—

i. জার্মানির হাইডেলবার্গ মানব

ii. ইন্দোনেশিয়ার জাভা মানব

iii. চীনের পিকিং মানব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯। প্রথম কোন দেশে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা পায়?

ক. জার্মানি খ. আমেরিকা

গ. যুক্তরাজ্য ঘ. ফ্রান্স

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম যুগের বাসিন্দারা ‘খাদ্য সংগ্রহ অর্থনীতি’-নির্ভর ছিল। এ যুগকে তিনটি সাংস্কৃতিক স্তরে ভাগ করা যায়।

২০। অনুচ্ছেদে কোন যুগের কথা বলা হয়েছে?

ক. প্রাচীন প্রস্তর যুগ

খ. নতুন প্রস্তর যুগ

গ. তাম্র যুগ ঘ. লৌহ যুগ

[উত্তর আগামী সংখ্যায়]

লেখক: আবুল কালাম আল মাহমুদ

প্রভাষক, অমৃত লাল দে কলেজ, বরিশাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত