Ajker Patrika

যুবকের গলাকাটা লাশের পরিচয় মিলেছে

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৬
যুবকের গলাকাটা লাশের পরিচয় মিলেছে

শেরপুরের নকলায় গত রোববার সকালে উদ্ধার হওয়া গলাকাটা লাশের পরিচয় মিলেছে। তার নাম মুনছুর আলী ফকির (৩৬)। সে জামালপুরের ইসলামপুর উপজেলার কাচিহারা গ্রামের দরিদ্র কৃষক হানিফ উদ্দিন ফকিরের পুত্র।

মুনছুরের দ্বিতীয় স্ত্রী সালমা আক্তার (২৮) জানান, মুনছুর আলী গত ১১ ডিসেম্বর তাকে নিয়ে ময়মনসিংহের ভালুকায় স্কয়ার মাস্টারবাড়ি মার্কেটে কেনাকাটা করার পর সেখানের ভাড়া বাসায় আমাকে পাঠিয়ে দিয়ে জরুরি কাজের কথা বলে বেরিয়ে যায়। রাত ১০টায় সে মোবাইল ফোনে জানায় রাতে সে বাসায় ফিরবে না। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, মুনছুর আলীর দ্বিতীয় স্ত্রী সালমা আক্তারের কাছ থেকে তার বন্ধুবান্ধব এবং সঙ্গের ড্রাইভার ও হেলপারদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। নানা বিষয় মাথায় রেখে তদন্তকাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত