পীরগঞ্জ প্রতিনিধি
পারিবারিক, সামাজিক বিরোধের জেরে অনেক সময় আদালতের বারান্দায় দৌড়াতে হয় বছরের পর বছর। সেই সঙ্গে যায় দেদার অর্থ। তারপরও নিষ্পত্তির দেখা পাওয়া যায় না। পীরগঞ্জে এমন পরিস্থিতিতে পড়া সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছেন লুমু উকিল।
আদালতের বাইরে সমঝোতায় আসতে চাওয়া পক্ষগুলো এখন খোঁজে লুমু উকিলকে। তাঁর পুরো নাম কাজী লুমুম্বা লুমু। তিনি রংপুর জজ কোর্টে আইন পেশার সঙ্গে জড়িত। তিনি বিরোধ নিষ্পত্তি করতে আসা মানুষের কাছ থেকে নেন না কোনো টাকা।
কাজী লুমুম্বা পীরগঞ্জ পৌরসভার পনচকান্দর গ্রামের প্রয়াত রাজনীতিবিদ আব্দুল হালিমের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১৯৯২ সালে রংপুর জজ কোর্টে আইন পেশা শুরু করেন। পাশাপাশি তিনি রংপুর আইন কলেজের প্রভাষক।
কাজী লুমুম্বা এ পর্যন্ত ১০ হাজারের অধিক মানুষের বিবাদ নিষ্পত্তি করে দিয়েছেন। তিনি বলেন, ‘অনেক দিনের পুরোনো মামলা বা পারিবারিক, সামাজিক কোনো ঘটনা নিয়ে দুই পক্ষ আমার কাছে নিষ্পত্তির জন্য আসলে সেটি নিরসন না করা পর্যন্ত চিন্তায় থাকি। পীরগঞ্জের হরিণ শিং পুকুর নিয়ে চারটি হত্যাকাণ্ড হয়েছিল। সেখানে দীর্ঘ দিনের বিরোধ নিষ্পত্তি করে পুকুরের পাড়ে বকুল গাছ রোপণ করা হয়েছে। জমি, সম্পত্তি নিয়ে এমন অনেক বড় ঘটনা মীমাংসা করে শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছি।’
এই আইনজীবী আরও বলেন, ‘৩০ বছরে আমি ছোটবড় ৫ হাজার ২৫৭টি মামলা বিনা টাকায় নিষ্পত্তি করে দিয়েছি। এটাই আমার ব্রত। প্রতিটি সমঝোতা আমি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেছি। বাদী, বিবাদী মিলে প্রায় সাড়ে ১০ হাজার মানুষের সমঝোতা করে দিয়েছি।’
অর্থ না নেওয়া প্রসঙ্গে কাজী লুমুম্বা বলেন, ‘আমি জীবনের প্রথম দিন আদালতে যাওয়ার আগে বাবা বলেছিল, পীরগঞ্জের মানুষ জীবন দিয়ে আমাকে সারা জীবন রক্ষা করেছে। সেই মানুষদের তুমি অন্যায়ভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আর ফুপু ফিরোজা বেগম বলেছিল, সমাজের মধ্যে জটিলতা, ঝগড়া, বিবাদ সৃষ্টি করে টাকা রোজগার করিও না। বাবা আর ফুপুর ওই নির্দেশনা নিয়েই আইন পেশা চালিয়ে যাচ্ছি। তাই আইন পেশার পাশাপাশি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মানবসেবা করে যাচ্ছি।’
উপজেলার মিলনপুরের আমজাদ হোসেন, পীরগঞ্জ পৌরসভার ওসমানপুরের আব্দুল ওয়াহেদ, গঙ্গারামপুরের মোকাব্বর হোসেন ও ধনশালা গ্রামের সোলাইমান মণ্ডল জানান, তাঁরা কাজী লুমুম্বার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করিয়ে নিয়েছেন। তাঁর সেবায় তাঁরা সন্তুষ্ট।
পারিবারিক, সামাজিক বিরোধের জেরে অনেক সময় আদালতের বারান্দায় দৌড়াতে হয় বছরের পর বছর। সেই সঙ্গে যায় দেদার অর্থ। তারপরও নিষ্পত্তির দেখা পাওয়া যায় না। পীরগঞ্জে এমন পরিস্থিতিতে পড়া সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছেন লুমু উকিল।
আদালতের বাইরে সমঝোতায় আসতে চাওয়া পক্ষগুলো এখন খোঁজে লুমু উকিলকে। তাঁর পুরো নাম কাজী লুমুম্বা লুমু। তিনি রংপুর জজ কোর্টে আইন পেশার সঙ্গে জড়িত। তিনি বিরোধ নিষ্পত্তি করতে আসা মানুষের কাছ থেকে নেন না কোনো টাকা।
কাজী লুমুম্বা পীরগঞ্জ পৌরসভার পনচকান্দর গ্রামের প্রয়াত রাজনীতিবিদ আব্দুল হালিমের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১৯৯২ সালে রংপুর জজ কোর্টে আইন পেশা শুরু করেন। পাশাপাশি তিনি রংপুর আইন কলেজের প্রভাষক।
কাজী লুমুম্বা এ পর্যন্ত ১০ হাজারের অধিক মানুষের বিবাদ নিষ্পত্তি করে দিয়েছেন। তিনি বলেন, ‘অনেক দিনের পুরোনো মামলা বা পারিবারিক, সামাজিক কোনো ঘটনা নিয়ে দুই পক্ষ আমার কাছে নিষ্পত্তির জন্য আসলে সেটি নিরসন না করা পর্যন্ত চিন্তায় থাকি। পীরগঞ্জের হরিণ শিং পুকুর নিয়ে চারটি হত্যাকাণ্ড হয়েছিল। সেখানে দীর্ঘ দিনের বিরোধ নিষ্পত্তি করে পুকুরের পাড়ে বকুল গাছ রোপণ করা হয়েছে। জমি, সম্পত্তি নিয়ে এমন অনেক বড় ঘটনা মীমাংসা করে শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছি।’
এই আইনজীবী আরও বলেন, ‘৩০ বছরে আমি ছোটবড় ৫ হাজার ২৫৭টি মামলা বিনা টাকায় নিষ্পত্তি করে দিয়েছি। এটাই আমার ব্রত। প্রতিটি সমঝোতা আমি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেছি। বাদী, বিবাদী মিলে প্রায় সাড়ে ১০ হাজার মানুষের সমঝোতা করে দিয়েছি।’
অর্থ না নেওয়া প্রসঙ্গে কাজী লুমুম্বা বলেন, ‘আমি জীবনের প্রথম দিন আদালতে যাওয়ার আগে বাবা বলেছিল, পীরগঞ্জের মানুষ জীবন দিয়ে আমাকে সারা জীবন রক্ষা করেছে। সেই মানুষদের তুমি অন্যায়ভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আর ফুপু ফিরোজা বেগম বলেছিল, সমাজের মধ্যে জটিলতা, ঝগড়া, বিবাদ সৃষ্টি করে টাকা রোজগার করিও না। বাবা আর ফুপুর ওই নির্দেশনা নিয়েই আইন পেশা চালিয়ে যাচ্ছি। তাই আইন পেশার পাশাপাশি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মানবসেবা করে যাচ্ছি।’
উপজেলার মিলনপুরের আমজাদ হোসেন, পীরগঞ্জ পৌরসভার ওসমানপুরের আব্দুল ওয়াহেদ, গঙ্গারামপুরের মোকাব্বর হোসেন ও ধনশালা গ্রামের সোলাইমান মণ্ডল জানান, তাঁরা কাজী লুমুম্বার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করিয়ে নিয়েছেন। তাঁর সেবায় তাঁরা সন্তুষ্ট।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫