Ajker Patrika

প্রবাসী দাতাদের লক্ষ্য করে প্রতারণার ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৫: ৩৭
প্রবাসী দাতাদের লক্ষ্য করে প্রতারণার ফাঁদ

উচ্চমাধ্যমিক পাস রফিকুল ইসলাম পেশায় বেসরকারি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী। দেখতে সাদাসিধে হলেও সম্প্রতি ডিজিটাল প্রতারণার মামলার তদন্তে তাঁর সম্পৃক্ততা পায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পরে ওই মামলায় গ্রেপ্তার হন তিনি।

এর পর বেরিয়ে এসেছে রফিকুলের ডিজিটাল প্রতারণার আরও কাহিনি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট বলেছে, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের নামে ভুয়া ফেসবুক আইডি বা অনলাইনের অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়েছেন রফিকুল। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করার নামে প্রবাসীদের কাছ থেকে টাকা নেন তিনি। এসব ভুয়া আইডি দিয়ে দাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও করতেন রফিকুল। বিশ্বাস স্থাপনে দাতব্য প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কর্মসূচির ছবি-ভিডিও আপলোড করতেন।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. নুরুন্নবী গতকাল মঙ্গলবার বলেন, গত সোমবার আসামি রফিকুলকে ম্যাজিস্ট্রেট আদালতে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত এ বিষয়ে এখনো কোনো শুনানি করেননি।

নুরুন্নবী বলেন, রফিকুলের বিরুদ্ধে সুন্দরী মেয়েদের নামে ভুয়া আইডি খোলারও অভিযোগ রয়েছে। এসব আইডি দিয়ে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সাথে সম্পর্ক তৈরি করতেন। পরে সুযোগ বুঝে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষাও জানেন রফিকুল। বিভিন্ন সময় নামে-বেনামে আইডি খুলে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে তিনি প্রতারণা করে আসছেন। রফিকুল কুমিল্লার দাউদকান্দির রিফা ব্রডব্যান্ড নামে একটি প্রতিষ্ঠানের কর্মী।

গত ডিসেম্বরে ডিজিটাল প্রতারণার শিকার হয় কোতোয়ালির ফিরিঙ্গি বাজারের উপলব্ধি নামের একটি দাতব্য প্রতিষ্ঠান। এ ঘটনায় ২১ ডিসেম্বর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়। ওই মামলায় গত ৮ জানুয়ারি রফিকুলকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘ওই মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে রফিকুলের সম্পৃক্ততা পাই। তাঁর বিরুদ্ধে একইভাবে আরও কয়েকজনে কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানকে টার্গেট করে রফিকুল প্রতারণা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত