Ajker Patrika

চ্যানেলে চ্যানেলে স্বাধীনতা দিবসের আয়োজন

চ্যানেলে চ্যানেলে স্বাধীনতা দিবসের আয়োজন

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানে থাকছে নাটক, সিনেমা, তথ্যচিত্র, সংগীতানুষ্ঠানসহ নানা আয়োজন।

বিটিভি
রাত ৯টায় দেখা যাবে বিশেষ নাটক ‘একটি দুঃস্বপ্নের রাত’। নান্নু চৌধুরীর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন আবুল হায়াত, চিত্রলেখা গুহ, মোহাম্মদ বারী প্রমুখ। 

এনটিভি
সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘দেশ প্রেমিক’। অভিনয়ে আলমগীর, মান্না, ডলি জহুর প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘আশাবলি’। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে তারিক আনাম খান, তাসনিয়া ফারিণ প্রমুখ।

বাংলাভিশন
মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলির কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের স্বর্ণালী দিনগুলি’ প্রচার হবে ১টা ৩০ মিনিটে। রুপা চক্রবর্তীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে আলোচনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক শাহীন সামাদ।

মাছরাঙা টিভি
রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে স্বাধীনতা দিবসের বিশেষ প্রামাণ্যচিত্র ‘৫৭ হাজার বর্গমাইল’। পরিকল্পনা ও উপস্থাপনায় রাশেদ আহমেদ। রাত ১০টা ৩০ মিনিটে দেখা যাবে নাটক ‘বজ্রকণ্ঠ’। রচনায় সাদেক সাব্বির, পরিচালনায় রোকেয়া প্রাচী। অভিনয়ে ইমতিয়াজ বর্ষণ, নিশাত প্রিয়ম, রোকেয়া প্রাচীসহ অনেকে। 

দুরন্ত টিভি
সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’। বেলা ১১টা ৩০ মিনিটে থাকবে ‘আমাদের মুক্তির গান’, যেখানে দেখা যাবে শিল্পী শাহীন সামাদের কথায় মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র। গুণীজনদের স্মৃতি দিয়ে সাজানো অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের কথা’ দেখা যাবে বেলা ১টা ৩০ মিনিটে। এ ছাড়া বেলা ৩টায় থাকবে সিনেমা ‘মেঘনার ৭১’ ও রাত ১০টায় ‘আমার বন্ধু রাশেদ’।

আরটিভি
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধের বিশেষ নাটক ‘অসমাপ্ত’। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। 

দীপ্ত টিভি
সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে ডকুড্রামা ‘দুইটি যুদ্ধের একটি গল্প’। রাত ১১টায় দেখা যাবে বিশেষ টক শো ‘দেশ ভাবনা’। এস এম আকাশের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন শাজাহান খান ও ডা. এম এ হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত