Ajker Patrika

ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ৪১
ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ করেছেন মো. লতিফ ব্যাপারী নামে এক ব্যক্তি। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

লতিফ ব্যাপারী বলেন, ‘মোজাম্মেল হোসেন সড়কে ৪১ শতাংশ জমির ওপর আমাদের বসতবাড়ি রয়েছে। হঠাৎ করে ৫ থেকে ৬ মাস আগে প্রতিবেশী মতিউর রহমান সরদারসহ কয়েকজন আমাদের ওই জমিকে তাঁদের বলে দাবি করেন। এ নিয়ে এলাকায় কয়েকবার সালিসে বৈঠকও হয়েছে। কিন্তু তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

তিনি আরও বলেন, ‘জমি রক্ষায় বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আমি আবেদন করি। জমিতে ১৪৪ ধারা জারি করেন আদালত। তবে মতিউর রহমান সন্ত্রাসী বাহিনী নিয়ে ১ নভেম্বর দুটি দোকান দখল করে নেয়। বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

এ বিষয়ে মতিউর রহমান সরদার বলেন, ‘জমির মধ্যে আমার শাশুড়ির দেড় শতক জমি রয়েছে। আমি সেই জমি দখল করেছি।’

মোরেলগঞ্জ থানার এস আই অনুতাপ বিশ্বাস বলেন, ‘জমিতে ঘর নির্মাণের জন্য নিষেধ করলে মো. মতিউর রহমান ঘর নির্মাণ বন্ধ রেখেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত